Last Updated on April 19, 2023 9:41 PM by Khabar365Din
৩৬৫ দিন | বাংলার দীর্ঘদিনের দাবি মেনে উচ্চশিক্ষায় আঞ্চলিক এবং স্থানীয় ভাষার ব্যবহার করতে অনুমতি দিলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ( ইউজিসি) ।বুধবার এই বিষয়ে দেশের সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিকে চিঠি দিলেন ইউজিসি প্রধান এম জগদেশ কুমার। মূলত মানবসম্পদ সূচকে দ্রুত উন্নতি করার জন্য এই পদক্ষেপ বলে মনে করছেন শিক্ষা মহল | ২০৩৫ সালের মধ্যে উচ্চ শিক্ষায় গ্রস এনরোলমেন্ট রেশিও অর্থাৎ শিক্ষার্থী ভর্তির অনুপাত ২৭ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে।ইউ জিসির কর্তাদের মতে আঞ্চলিক ও স্থানীয় ভাষার ব্যবহার বাড়লে সেই লক্ষ্য অর্জনের প্রচেষ্টা আরও শক্তিশালী হবে।
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষদের পাঠানো চিঠিতে বলা হয়েছে,সংশ্লিষ্ট বিষয়টি ইংরাজি ভাষায় পড়ানো হলেও, আঞ্চলিক ভাষায় পরীক্ষায় লিখলে অসুবিধা নেই। একই সঙ্গে মূল পাঠ্য বিষয়গুলি স্থানীয় ভাষায় অনুবাদ করারও পরামর্শ দিয়েছে ইউজিসি।শিক্ষাদানে এবং শেখার ক্ষেত্রে স্থানীয় এবং আঞ্চলিক ভাষার ব্যবহারকে উৎসাহিত করার আর্জি জানিয়েছেন ইউজিসি প্রধান এম জগদেশ কুমার | ওই চিঠিতে বলা হয়েছে, যখন আঞ্চলিক ভাষায় শিক্ষাদান, শিক্ষালাভ এবং মূল্যায়ন করা হবে, শিক্ষার্থীদের সংখ্যাও বাড়বে। যার ফলে সাফল্যের হারও বাড়বে। এর আগে শুধুমাত্র হিন্দি ও ইংরেজির বদলে বাংলা সহ ১৩ টি ভাষাতে কেন্দ্রীয় সুরক্ষা বলের পরীক্ষা দেওয়া যাবে বলেও জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রক |