Gold Price: অক্ষয় তৃতীয়ার তিনদিন আগেই ফের বাড়ল সোনার দাম,বেড়েছে রুপোও

0

Last Updated on April 19, 2023 7:26 PM by Khabar365Din

৩৬৫ দিন।সামনেই অক্ষয় তৃতীয়া।তার ঠিক ৩ দিন আগেই বাড়ল সোনার দাম।বুধবার বাজার খুলতেই ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ২০০ টাকা।দাম বেড়েছে রুপোরও।সোনার পাশাপাশি ঊর্ধ্বমুখী রুপোর দরও।১ কেজি রুপোর দাম বাড়ল ২০০ টাকা।এদিন সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম-২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম)৫,৬০৫ টাকা।২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম)৪৪,৮৪০ টাকা।২২ ক্যারেট হলমার্ক সোনা(১০গ্রাম)৫৬,০৫০ টাকা।২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম)৫,৬০,৫০০ টাকা।২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম)৬,১১৫ টাকা।২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম)৪৮,৯২০ টাকা।

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম)৬১,১৫০ টাকা।২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম)৬,১১,৫০০ টাকা।১ কেজি রুপোর বাটের দাম-৭৭,৬০০ টাকা।উল্লেখ্য,নববর্ষে দাম কমেছিল সোনার।পরপর চারদিন কমই ছিল সোনার দর।বৈশাখে বিয়ের মরসুমে সোনার দাম কমায় মুখে হাসি ফুটেছিল ক্রেতাদের।তবে তা ক্ষণস্থায়ী। বুধবার ফের দাম বাড়ল সোনার। পাশাপাশি ঊর্ধ্বমুখী রুপোর দরও।এদিন বিশ্ব বাজারে দাম কমল স্পট গোল্ডের।বুধবার আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম হয়েছে ১,৯৯৯.৬৮ মার্কিন ডলার।