Last Updated on June 9, 2022 7:04 PM by Khabar365Din
৩৬৫ দিন।
বুধবার ভবানীপুরের নিহত দম্পতির পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দেন দোষীদের দ্রুত শাস্তি দেওয়া হবে।
তাঁর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই রহস্যের কিনারা।এই জোড়াখুন কাণ্ডে গ্রেফতার তিন। টাকার বিনিময়ে খুন করা হয়েছে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্ত থেকে। মোটা অঙ্কের বিনিময়ে খুন করা হয় শাহ দম্পতিকে।পুলিশ সূত্রে খবর,কয়েক মাস আগেই শ্বশুর-শাশুড়ির সঙ্গে সম্পত্তিগত মতানৈক্য তৈরি হয়েছিল মেজ জামাইয়ের।
পাশাপাশি আরও জানা গিয়েছে, ভবানীপুরের বাড়িটি ৬০ লক্ষ টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন শাহ দম্পতি। ইতিমধ্যেই ১ লক্ষ টাকা অগ্রিম নেওয়া হয়েছে বলে জানতে পারছেন গোয়েন্দা আধিকারিকরা।যার কাছ থেকে এই টাকা নেওয়া হয়েছিল, তাকেই জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।তবে এই ঘটনার পেছনে আরও অনেকেরই মদত রয়েছে।খোঁজ চলছে মাস্টারমাইন্ডের।