Alipore Zoo: পশুরাজ্যের রূপকথা রং তুলিতে, আলিপুর চিড়িয়াখানায় বাঘ, সিংহ, জিরাফ হল ক্যানভাস বন্দী

0

Last Updated on May 30, 2023 1:32 PM by Khabar365Din

৩৬৫ দিন। পশুরাজ্যের রূপকথা এবার রং তুলিতে। বাঘ, সিংহ, জিরাফ হল ক্যানভাস বন্দী।মূলত, বাস্তুতন্ত্র এবং প্রাণী জগৎ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই এই প্রয়াস নেয় আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। হ্যালো হেরিটেজ এবং আলিপুর চিড়িয়াখানার যৌথ উদ্যোগে গত সোমবার চিড়িয়াখানা আয়োজন করা হয় একটি লাইভ ওয়ার্কশপ। কালার্স অফ অনিম্যাল কিংডম। যেটার মূল উদ্দেশ্য ছিল বন্যপ্রাণ সংরক্ষণ। এছাড়াও, ওয়ার্কশপ শেষ হলে, স্কুল পড়ুয়াদের নিয়ে চলে কুইজ প্রতিযোগিতা। শেষে তুলে দেওয়া হয় পুরস্কার। এর কিছুদিন আগেই আলিপুর চিড়িয়াখানায় পালিত হয় বিশ্ব কচ্ছপ দিবস। ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সঙ্গে জোট বেঁধে অনুষ্ঠিত হয় এই দিনটি।

শুরুটা হয় সকাল ৮টায়, স্কুলের পড়ুয়াদের নিয়ে করা হয় চিড়িয়াখানা পরিষ্কার পরিচ্ছন্নতার একটি বিশেষ ড্রাইভ। সেখানে মূলত অংশগ্রহণ করে পড়ুয়ারাই। তারপর, চলে বসে আঁকা প্রতিযোগিতা। যেখানে কচ্ছপ দিবসকে কেন্দ্র করে বিষয় দিয়ে দেওয়া হয়। এবং সেই বিষয়কে নিয়েই রং তুলি দিয়ে ছবি আকে পড়ুয়ারা। তারপর হয় একটি সচেতনামূলক অনুষ্ঠান। যেখানে চিড়িয়াখানার সদস্য থেকে শুরু করে অনেকেই উপস্থিত ছিলেন। যেখানে কচ্ছপ এবং মানুষের মধ্যে বন্যপ্রাণ নিয়ে বিভিন্ন সচেতনামূলক বার্তা দেওয়া হয়।

শেষে অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এর এক সপ্তাহ আগেই চিড়িয়াখানায় সরীসৃপ প্রাণীদের নিয়ে হয় একটি ওয়ার্কশপ। উল্লেখ্য, বিশ্ব কচ্ছপ দিবস প্রতি বছর ২৩ মে বার্ষিকভাবে পালন করা হয়। এটি ২০০০ সালে শুরু হয়েছিল। বিশ্বজুড়ে কচ্ছপ বিলুপ্ত হওয়া আবাসস্থলগুলিকে রক্ষা করতে এবং মানুষকে আরও বেশি করে সচেতন করতে এই দিনটিকে পালন করা হয়ে থাকে। প্রসঙ্গত, কিছুদিন আগেই আলিপুর চিড়িয়াখানায় পালিত হয় ন্যাশনাল জু লাভারস ডে। চিড়িয়াখানা সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল ছিল ন্যাশনাল জু লাভারস ডে অর্থাৎ, জাতীয় চিড়িয়াখানা প্রেমী দিবস। এই দিনটিকে উদযাপন করতেই আয়োজন করা হয় নানা ধরনের বিনোদন। যেখানে, চিড়িয়াখানার এক এক কর্মী শিম্পাঞ্জি দর্শকদের আনন্দ দেওয়ার জন্যে বেশ ধারণ করেন। এছাড়াও, পথ চলতি ভিজিটরদের সঙ্গে খেলা হয় কুইজ কনটেস্ট। প্রশ্নের সঠিক উত্তর দিলেই হাতে তুলে দেওয়া হচ্ছে আকর্ষণীয় পুরস্কার। চিড়িয়াখানার কর্মীরাই তুলে দেন পুরস্কার।