Last Updated on June 1, 2023 1:24 PM by Khabar365Din
৩৬৫ দিন। জেলায় ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, শহরে সেই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। তবে, আগামী সপ্তাহে শুরুতেই কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। দফতরের খবর, আজ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তারপর, শুধুমাত্র উপকূলের জেলায় বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রা কিছুটা হলেও বেশি থাকবে। সঙ্গে বজায় থাকবে অস্বস্তি। গতকাল আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।
সর্বনিম্ন ছিল ২৯.৭ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গত ২৪ ঘন্টায় আলিপুরে বৃষ্টি হয়নি। আজ তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। চলতি মরশুমে আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মরশুমের সর্বোচ্চ। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। দফতরের খবর, শেষ ২০১৬ সালে দেখা গিয়েছিল এরকম গ্রাফ অর্থাৎ ৪১ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল শহরের তাপমাত্রা। তারপর, দীর্ঘ ৭ বছরেও পৌঁছায়নি ৪১ এ। গত বছর আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াসে।
তারপর, আর রেকর্ড ভাঙেনি গ্রাফ। পাশাপাশি, আবারও লু এর পরস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। তাপমাত্রা প্রায় ৪০ ছুঁইছুঁই। এপ্রিল মে মাসে কলকাতা সহ জেলায় একাধিকবার তৈরি হয় তাপপ্রবাহ পরিস্থিতি। সেই সময় দফতর জানায়, শুষ্ক পশ্চিমা, উত্তর পশ্চিম বাতাস ঢুকছে ক্রমাগত। আর, এসবের মধ্যেই প্রবল গরম এবং অস্বস্তি থেকে বাঁচতে বেশ কিছু সতর্কতা জারি করে আবহাওয়া দফতর।
যেমন, শিশু, প্রবীণ এবং অসুস্থদের গরমের মধ্যে প্রয়োজন ছাড়া বেরোতে বারণ এবং ভারী কাজ করতে বারণ করা হচ্ছে। হিট ক্রাম্প, হিট স্ট্রোকের বিষয়ে সতর্ক থাকতে বলছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি, দীর্ঘক্ষণ রোদের মধ্যে না থাকা। হালকা সুতির পোশাক পরা থেকে শুরু করে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। পিপাসা না পেলেও জল খেতে হবে। ১১টা থেকে বিকেল ৪ টার মধ্যে কাজ না করা। বাইরে কাজের মধ্যে থাকলে বিশ্রাম নিয়ে নিয়ে কাজ করুন। আপাতত, শহরে তাপ্রপবাহ পরিস্থিতি তৈরি না হলেও এই সময় নিয়ম মানার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।