Last Updated on January 31, 2022 11:28 PM by Khabar365Din
৩৬৫ দিন। ফের একবার দর্শকদের জন্যে খুলে যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial) হল। গত সোমবার, আরও বেশ কিছুটা বিধি নিষেধ শিথিল করেছে রাজ্য সরকার। সেই নির্দেশিকার পরিপ্রেক্ষিতেই ভিক্টোরিয়া কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করে। নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি থেকে খোলা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ভিক্টোরিয়ার বাগান খোলা থাকবে প্রতিদিন সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
গ্যালারি অর্থাৎ মিউজিয়াম খোলা থাকবে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। সোমবার এবং অন্যান্য ছুটির দিন বন্ধ থাকবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এদিকে, দর্শকদের মানতে হবে সুরক্ষা বিধি। মাস্ক (Mask) বাধ্যতামূলক। বজায় রাখতে হবে শারীরিক দূরত্ব (Social Distancing)। নির্দিষ্ট সময়ের ব্যবধানে হাত জীবাণুমুক্ত করা। দর্শনীয় স্থানে কিভাবে মানা হবে করোনা বিধি। সেই নিয়ে একটি নির্দেশিকা জারি করে কেন্দ্র।