Last Updated on September 16, 2023 1:46 PM by Khabar365Din
৩৬৫ দিন। কুমোরটুলিতে ফ্রন্টফুটে এখন গণেশ, কার্তিক । চাহিদা বেড়েছে দ্বিগুণ। বিশ্বকর্মা পুজোর আগে কুমোরটুলি ছেয়ে গিয়েছে গণেশের মুর্তিতে। হাতে আর মাত্র ১৬ দিন। তার পরেই গণেশ চতুর্থী। তাই কুমোরটুলিতে জোরকদমে চলছে মুর্তি তৈরীর কাজ। একেকটা গণেশের উচ্চতা প্রায় ৫ থেকে ৬ ফুট। পাশাপাশি নজর কাড়ছে ছোট ছোট গনেশের মুর্তি। দুর্গাপূজার আগে বড় ছোট মাঝারি সাইজের গণেশের মুর্তি তৈরিতেই ঘুম উড়েছে পটুয়াপাটার। গণেশ তৈরিতে সেখানকার ব্যস্ততা এখন তুঙ্গে। বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের গনেশ। আগামী ১৯ শে সেপ্টেম্বর গণেশ চতুর্থী। মূলত গণেশের আরাধনা দিয়েই সূচনা হয় অন্যান্য দেব-দেবীর আরাধনা। কোথাও কাঠামোর গায়ে এখনও মাটি লেপা চলছে। আবার কোথাও তৈরী হয়ে গিয়েছে ছাঁচ। রঙের কাজের আগে দেখে নিচ্ছে অনান্য দিক। খুব তাড়াতাড়ি শুরু হবে মুর্তিতে রঙের কাজ।
তবে বৃষ্টির জেরে খানিক ব্যহত হচ্ছে কাজ। প্রসঙ্গত, দুর্গাপূজার আগে কুমোরটুলির এই চিত্র খানিকটা অবাক করার মতো। অবশ্য তার আগে রয়েছে বিশ্বকর্মা পুজো। কুমোরটুলির চিত্র দেখে বলাই যায় গণেশের চাপে খানিকটা কোন ঠাসা হয়েছে বিশ্বকর্মার মুর্তি। গণেশ পুজোর একদিন আগেই পড়েছে বিশ্বকর্মা পুজো। তবে কুমোরটুলিতে গণেশের রমরমাতে খুব একটা চোখে পড়ছে না বিশ্বকর্মা ঠাকুরের মুর্তির। তা বলে বিশ্বকর্মা একেবারেই নেই বললে চলে না। রয়েছে কিন্তু সেভাবে বিশ্বকর্মার বড় মুর্তির দেখা মিলছে না পটুয়াপাড়ায়। মূলত মহারাষ্ট্রেই ভীষণ ধুমধাম করে হয় গণেশ পুজো। সেখানকার উত্তেজনা প্রায় কলকাতায় দুর্গাপূজার মতোই থাকে। গত ৩ থেকে ৪ বছর যাবৎ কলকাতায় গণেশ পুজোর হুজুগ বেড়েছে কলকাতার মানুষের মধ্যে । বাড়ির পুজো থেকে এখন বারোয়ারি পুজোতেই পরিণত হয়েছে। বড় বড় মুর্তির বায়না দেওয়া থাকে কুমোরটুলিতে। যথা সময়ে সেখান থেকে মুর্তি পৌঁছিয়ে যায় প্যান্ডেলে। তবে গণেশ পুজো যাতে সুস্থভাবে সমাপ্ত হয় সেবিষয়েও বিশেষ বিশেষ পদক্ষেপ নিয়েছে প্রশাসন।