বিশ্বভারতীর গেট নির্মাণ, বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের, ‘হাই পাওয়ার কমিটিকে আমাদের সঙ্গে কথা বলতে হবে’

0

Last Updated on September 24, 2020 6:00 PM by Khabar365Din

365 দিন। একতরফাভাবে কোন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবেনা, বিশ্বভারতী সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করা হোক পড়ুয়াদের সঙ্গে – এই দাবিতে বৃহস্পতিবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অবস্থান-বিক্ষোভে বসলেন বিশ্বভারতীর পড়ুয়ারা। পড়ুয়াদের স্পষ্ট দাবি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে সিদ্ধান্ত হাইকোর্ট নিযুক্ত চার সদস্যের কমিটি গ্রহণ করছে তাতে পড়ুয়াদের কোন প্রতিনিধিত্ব নেই। কিন্তু বিশ্ববিদ্যালয়ে স্থায়ী শান্তি ফেরাতে বা অচলাবস্থা কাটাতে পড়ুয়াদের ভূমিকা অনস্বীকার্য। তাই বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত নিতে গেলে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করে নিতে হবে। পাশাপাশি তাদের দাবি, হাইকোর্টের নির্দেশে বিশ্বভারতীর ভেঙে যাওয়া যে গেটের নির্মাণ করা হচ্ছে সেই বিষয়েও তাদের কিছু স্পষ্ট বক্তব্য রয়েছে। তাই অবিলম্বে এ ব্যাপারে তাদের মতামত হাইকোর্ট নিযুক্ত কমিটির কাছে তারা জানাতে চায়। পড়ুয়াদের দাবি , বিশ্বভারতীর পূর্বপল্লীর মাঠের পশ্চিম দিকের যে গেট ভাঙ্গা হয়েছে সেটিকে ইচ্ছাকৃতভাবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনের অধিকাংশ সময় বন্ধ রেখে দেয় এর ফলে তাদের যাতায়াতের অসুবিধা হয় তাই নির্মাণের পর তা যেন নির্দিষ্ট সময় খোলা থাকে, যাতে পড়ুয়াদের সময় বাঁচে। এরকমই আরো বেশ কিছু দাবি পড়ুয়াদের রয়েছে। আন্দোলনকারী পড়ুয়াদের সাফ কথা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সিদ্ধান্ত যেমন বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে নেয়া হয় তেমনই সেখানে তাদের ভূমিকা থাকতে হবে। তা না হলে কোনো স্থায়ী সমাধান হবে না। মহামান্য হাইকোর্টের দৃষ্টি আকর্ষণের জন্যই তাদের এদিনের অবস্থান-বিক্ষোভ বলে জানিয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here