Last Updated on July 7, 2022 6:36 PM by Khabar365Din
৩৬৫ দিন।জলের ওপর নাম জীবন।আর বাইরে অত্যাধিক গরম।ঠিক এই সময় শান্তি দিতে পারে এক গ্লাস জল।জলের পরিষেবা দেবে রাজ্য সরকার।তাও আবার এটিএমের মাধ্যমে সেই লক্ষ্যেই টালিগঞ্জের এমআর বাঙ্গুর হাসপাতালে বসানো হল ওয়াটার এটিএম।এর উদ্বোধন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মন্ত্রী পুলক রায়।উপস্থিত ছিলেন অন্যান্য পুর প্রতিনিধিরা।হাসপাতালে আসা রোগী বা তাঁদের পরিবার পরিজনদের সুবিধার জন্যই এই উদ্যোগ।
আর জলের প্রয়োজন কার না রয়েছে।উল্লেখ্য,শহরের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের জন্য জলের এটিএম (ওয়াটার এটিএম) বসানোর উদ্যোগ বাস্তবায়নের পথে।সেগুলি থেকে এক টাকায় এক লিটার বিশুদ্ধ পানীয় জল মিলবে।
জানা গিয়েছে,ব্যাঙ্কের এটিএমে যেমন কার্ড দিয়ে টাকা তোলা যায়, ওয়াটার এটিএমে এক টাকার কয়েনের বিনিময়ে পাওয়া যাবে এক লিটার জলের পাউচ।এই ধরনের ভেন্ডিং মেশিনের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা ইতিমধ্যে চালু হয়েছে দেশের বিভিন্ন বড় শহরে।এ রাজ্যেও চালু হয়েছে ‘ওয়াটার এটিএম’ রাস্তায় বেরিয়ে প্রয়োজন হলে অনেকেই বেশি দামের পানীয় জলের বোতল কিনতে বাধ্য হন।অনেকের পক্ষে তা সম্ভব হয় না।
মূলত তাঁদের কথা মাথায় রেখেই এই জলের এটিএম গড়া হয়েছে।সেই লক্ষেই এবার এমআর বাঙ্গুর হাসপাতালে বসল ওয়াটার এটিএম।যেখানে দিনে হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য আসছে।এমন অনেকেই আছেন যাদের ১০ টাকা কিংবা ২০ টাকা দিয়ে জল কিনে খাওয়ার সামর্থটুকু নেই।কিন্তু বাইরে যে তীব্র গরম তাতে জল যেনও শান্তির খোঁজ দিতে পারে।সেই সব মানুষের কথা ভেবেই উদ্যোগ রাজ্যের।