Last Updated on July 6, 2023 2:12 PM by Khabar365Din
৩৬৫ দিন । ইংরেজির অক্ষরজ্ঞান ছিল না বেশ কয়েকজন মাস্টার ডিগ্রি বা পিএইচডি ধারীরই । অবিশ্বাস্য হলেও এটা সত্যি । আর তার জেরেই খোয়াতে হলো বেশ কয়েকহাজার টাকা । তবে জালিয়াতরা যে উচ্চপ্রযুক্তির ব্যবহার করছে তাকে সাইবার তদন্তে ক্রাইলিং বলে থাকেন বিশেষজ্ঞরা।আর সাধারণ চোখে বা বিশেষজ্ঞ না হলে এই তফাৎ জানা প্রায় অসম্ভব ।সাধারণ মানুষের এমনকি যারা নিয়মিত ওয়েবসাইট , নেট ব্যাঙ্কিং ব্যবহার করে থাকেন তারাও এই ফাঁদে পড়ে যাচ্ছেন ।সাইবার জালিয়াতদের এই সূক্ষ্ণ কারসাজিতে ।
এনিয়ে কলকাতা পুলিশের সাইবার বিভাগের এক আধিকারিক বলেন আমরা বারবার বলে থাকি কোনো ওয়েবসাইটে যাওয়ার আগে ভালোকরে সেটা যাচাই করে নিতে বলি আমরা ।কিন্তু আমরাও পরিষ্কার করে এই যাচাই এর ব্যাখ্যা দি না আর সাধারণত ব্যবহারকারীরাও এই ধরণের অতি জটিল এক্রিলিঙ এর বিষয়গুলো জানেন না ।এই ফাঁকটাকেই ব্যবহার করছে জালিয়াতরা । পুলিশের ওই আধিকারিক জানিয়েছেন ওয়েবসাইট যাচাই করা মানে হলো ওয়েবসাইটে ব্যবহৃত প্রত্যেকটি অক্ষরকে যাচাই করে নেওয়া ।
যেমন ছবিতে প্রথম ওয়েবসাইটটাতে দেখা যাচ্ছে দুটি ব্যাংকের ওয়েবসাইট একই রকম ।সাদা চোখে তাড়াহুড়োতে এর তফাৎ ধরা প্রায় অসম্ভব।কিন্তু যেহতু লক্ষ্য করলেই বোঝা যাবে মেব্যাংক এর প্রথম ওয়েবসাইটটাতে ব্যাঙ্ক এর এ অক্ষরটি একরকম ও দ্বিতীয়তে অন্যরকম।দুটির মধ্যে একটিমাত্র তফাৎ একটিমাত্র এ অক্ষরটিতে । আর এটিকে ব্যবহার করেই জালিয়াতরা ওই অক্ষরটির মাধ্যমে ব্যাক লিংক তৈরী করে আপনাকে জালিয়াতদের তৈরী হুবহু একই রকম দেখতে ওয়েবসাইটে নিয়ে যায় যেখানে ব্যবহারকারীর লগ ইন এর ক্রেডেনটিয়ালগুলি বা তথ্যগুলি চুরি করে নেওয়া হয় ।
ছবিতে সিটিব্যাংকের ওয়েবসাইটটিতে একইরকম জালিয়াতি ব্যবহার করা হয়েছে ।এখানেও ইংরেজির এ অক্ষরটি পরিবর্তন করে ব্যবহার করা হয়েছে জালিয়াতি করে। সাইবার বিশেষজ্ঞরাজানিয়েছেন এটিকে ক্র্যালিক আলফাবেট জালিয়াতি বলে । শহরের বেশ কয়েকজন বাসিন্দার অভিযোগ পাওয়ার পর তাদের ব্যবহৃত তথ্য বিশ্লেষণ করে ও সাইট গুলিকে সিকিউরিটি সার্টিফিকেট দেখে এই জালিয়াতির হদিস পেয়েছেন তদন্তকারীরা ।
তদন্তকারীরা জানিয়েছেন এই ক্র্যালিক জালিয়াতি ঠেকানোর একটাই রাস্তা রয়েছে ।খুব ভালো করে ঠিক কেউ আর এল তা জেনে তারপর লগ ইন করা । মূল ও আসল ইউ আর এল এর প্রতীকটি অক্ষর ও সেগুলি লেখার স্টাইলগুলি কি । এর থেকে কোনো একটিও অক্ষর আলাদা হলে সেটা থেকে সাবধান হওয়া উচিত ।এটিকেই সঠিকভাবে ওয়েবসাইট যাচাই করে নেওয়া হয় ।