Last Updated on September 6, 2020 8:37 PM by Khabar365Din
৩৬৫ দিন। উদ্ভব ঠাকরের বাড়ির ল্যান্ড লাইনে আচমকাই ডি কোম্পানির ফোন আসায় মুখ্যমন্ত্রী বাড়ি ঘিরে ফেলেছে মহারাষ্ট্র পুলিশ। রবিবার পরপর দুবার ফোন আসে ঠাকরের বাড়িতে। ফোনের ওপ্রান্ত থেকে বলা হয়, দাউদ ইব্রাহিমের তরফে ডি কোম্পানির থেকে ফোন করা হয়েছে। কথা বলতে চাই। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। জানা যাচ্ছে, এই মুহুর্তে উদ্ভব ঠাকরের বাড়ি মাতশ্রী কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। যে নম্বর থেকে ফোন এসেছিল, সেটি লোকেট করে দেখা হচ্ছে।