দিল্লি পুলিশের ‘অসাধারণ’ চার্জশিট, দিল্লি দাঙ্গায় প্রধান মদতদার ইয়েচুরি!

0

Last Updated on September 13, 2020 1:12 AM by Khabar365Din

৩৬৫ দিন। সিপিএম যতই রামের সঙ্গে সম্পর্ক দৃঢ় করুক না কেন, সাম্প্রদায়িক দাঙ্গায় সিপিএম ইন্ধন দিয়েছে, সিপিএমের কট্টর সমালােচকরাও এ কথায় বিশ্বাস করবেন না। এবার দিল্লি দাঙ্গায় মদত দিয়েছে সিপিএম, শনিবার এই মর্মে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। একইসঙ্গে রাজনীতিবিদ সমাজকর্মী যােগেন্দ্র যাদব, স্বরাজ ওভিয়ান, অধ্যাপক অপুর্বানন্দ, অর্থনীতিবীদ জয়তী ঘােষ, তথ্যচিত্র নির্মাতা রাহুল রায়ের বিরুদ্ধেও দিল্লি দাঙ্গায় চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ। পরিকল্পনামাফিক দিল্লি দাঙ্গায় ইন্ধন দেওয়া হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। চলতি বছরের শুরুতে নাগরিকত্ব সংশােধনী আইনের প্রতিবাদে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে দিল্লিতে প্রতিবাদে পথে নেমে ছিলেন সীতারাম ইয়েচুরি সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা। এর পরেই সংশােধনী আইন সমর্থনকারীদের সঙ্গে প্রতিবাদীদের বচসা বাঁধে। গত ফেব্রুয়ারি মাসে পশ্চিম দিল্লিতে দাঙ্গা লেগে যায়। যেভাবে দিল্লি দাঙ্গায় সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নাম চার্জশিটে তােলা হয়েছে তার তীব্র প্রতিবাদ করে ইয়েচুরি জানিয়েছেন, ছাত্র ছাত্রীদের আন্দোলনকে ভয় পেয়ে কেন্দ্রীয় সরকার এই ধরনের হাস্যকর পদক্ষেপ নিয়েছে। শনিবার রাতেই টুইট করে ইয়েচুরি জানান, ছাত্র-ছাত্রীদের শান্ত আন্দোলনকে ভয় পেয়েছে কেন্দ্রীয় সরকার। তাই প্রধান রাজনৈতিক দলের নেতৃত্বদের তারা টার্গেট করেছে। তারা ঘৃণার মন্তব্য ছড়িয়ে চলেছেন। সংসদে প্রশ্ন উত্তর পর্ব বাতিল করা হয়েছে। কোনও প্রশ্নের উত্তর দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্বৈরাচারী সরকারের প্রকৃত চেহারা বেরিয়ে এসেছে। এর শেষ দেখে ছাড়ব। এদিন রাতেই সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এই সিদ্ধান্তের প্রতিবাদ করে বিবৃতি জারি করেছেন। আগামীকাল রবিবার থেকে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির আহ্বান জানিয়েছে সিপিএম। এদিন সিপিএম রাজ্য সম্পাদকের পেশ করা বিবৃতিতে বলা হয়েছে, সিএএ-এনআরসি বিরােধী আন্দোলনে অংশ নেওয়ার কারণে দাঙ্গায় প্ররােচনা ও ষড়যন্ত্র বলে চিহ্নিত করা হয়েছে। আরও বড় চক্রান্তের পরিকল্পনা করা হচ্ছে। বিরােধিতার সমস্ত কণ্ঠস্বরকে দমন করতে কেন্দ্রীয় সরকার তৎপর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here