Last Updated on September 15, 2020 10:51 PM by Khabar365Din
৩৬৫ দিন: নয়াদিল্লি। মার্চ মাস থেকে দেশে লকডাউন জারি হওয়ার পরে বলিউডের কোন ফিল্মস্টার এর সঙ্গে মাদক যোগের কোন অভিযোগ আসেনি এনসিবির কাছে। আজ লোকসভায় বিবৃতি দিয়ে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। কার্যত আজ রাজ্যসভায় সমাজবাদী পার্টির সাংসদদের জয়া বচ্চন একই দাবি করে জানিয়েছিলেন বিচ্ছিন্নভাবে কোন এক দুজনের সঙ্গে মাদক যোগের অভিযোগ ওঠা মানেই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত প্রত্যেককে এই অভিযোগে অভিযুক্ত করাটা উচিত নয়। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর বিবৃতিতে আরো স্পষ্ট করে জানিয়ে দেন সম্প্রতি রিয়া চক্রবর্তী 10 জনের বিরুদ্ধে এনসিবির কাছে অভিযোগ জমা পড়ার আগে সাম্প্রতিককালে বলিউডের মাদক যোগের কোন তথ্য নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। যদিও সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কে আসন্ন বিহার বিধানসভার নির্বাচনে ব্যবহার করার জন্য বিজেপি সাংসদ রবি কিষান গতকাল লোকসভায় দাবি করেছিলেন চীন এবং পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা ভারতে মাদক পাচারের জন্য দীর্ঘদিন ধরেই বলিউডকে বেছে নিয়েছে এবং বলিউডের সঙ্গে ড্রাগ মাফিয়াদের সম্পর্ক বহু পুরনো।
আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য বিজেপি সাংসদ সেই বক্তব্য সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত হলো।