Last Updated on September 13, 2020 5:08 PM by Khabar365Din
৩৬৫ দিন: মুম্বই। আমার নীরবতাকে দুর্বলতা ভেবে বসবেন না। গত কয়েকদিন ধরে যেভাবে উদ্ধব ঠাকরে এবং মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে কঙ্গনা রানাওয়াত ও বিজেপির কেন্দ্রীয় নেতারা লাগাতার কুৎসা করে চলেছেন আজ এভাবেই তার জবাব দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিভিন্নভাবে একের পর এক মিথ্যে ইস্যু তৈরি করে মহারাষ্ট্রের কংগ্রেস-এনসিপি ও শিবসেনা জোট সরকারের বদনাম করে সরকার ফেলে দেওয়ার চক্রান্ত চালানো হচ্ছে। মানুষের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সরাসরি এই চক্রান্তের পেছনে বিজেপির নাম না করলেও শিবসেনার দলীয় মুখপত্র সামানাতে দলের রাজ্যসভার সাংসদ তথা দলীয় মুখপাত্র সঞ্জয় রাউত স্পষ্ট ভাষায় লিখেছেন, মহারাষ্ট্রের সরকার করতে ব্যর্থ হওয়ার পর থেকে বলিউডের কয়েকজন স্টারকে মুখোশ বানিয়ে বিজেপি মহারাষ্ট্রের রাজনীতিতে ঘোমটার আড়ালে কলকাঠি নাড়ছে শিবসেনা-কংগ্রেস এবং এনসিপি জোটের সরকার ফেলে দেওয়ার জন্য। এই প্রসঙ্গে সামানাতে লেখা হয়েছে, মহারাষ্ট্রের রাজনৈতিক ক্ষেত্রে সবথেকে বড় দুটি ব্র্যান্ড হলো ঠাকরে পরিবার এবং পাওয়ার পরিবার। এই দুই পরিবার একজোট হয়ে বিজেপিকে যেভাবে সরকার থেকে দূরে সরিয়ে দিতে সমর্থ হয়েছে তা হজম হয়নি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। তাই কঙ্গনা রানাওয়াতের মত কয়েকজনকে লাউডস্পিকার বানিয়ে বিজেপি এই দুই পরিবারকে বদনাম করার জন্য মাঠে নেমেছে। আবার আরেক বলিউড স্টার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে নিয়ে ঘৃণ্য রাজনীতি করে বিহার বিধানসভার নির্বাচনে জিততে চাইছে বিজেপি।