১২ সেপ্টেম্বর থেকে আরও ৮০টি বিশেষ ট্রেন চালাবে রেল

0

Last Updated on September 5, 2020 9:08 PM by Khabar365Din

৩৬৫দিন।আগামী ১২ সেপ্টেম্বর থেকে আরোও ৮০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।১০ সেপ্টেম্বর থেকেই অগ্রিম টিকিট কাটতে পারবে যাত্রীরা। শনিবার রেল বোর্ডের চেয়ারম্যান ভিকে যাদব এই ঘোষণা করেন। এই মুহূর্তে ২৩০টি বিশেষ ট্রেন চালু রয়েছে। রেল বোর্ডের চেয়ারম্যান এ দিন জানান, এই মুহূর্তে যে কটি ট্রেন চালু রয়েছে তার প্রত্যেকটির ওয়েটিং লিস্টের তালিকা এত দীর্ঘ হচ্ছে বহু যাত্রী তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে না। তাছাড়া জি ও নিট পরীক্ষার জন্যও অনেক রাজ্য থেকে অনুরোধ জানিয়েছে বাড়তি ট্রেন চালানোর জন্য। এই দুটো দিক বিবেচনা করেই রেল বোর্ড বাড়তি ৮০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ভি কে যাদব এদিন বুলেট ট্রেনের প্রসঙ্গে বলেন, প্রকল্পের কাজ খুব ভালো এগোচ্ছে। তবে বেশ কয়েকটি রাজ্যে জমি অধিগ্রহণের ক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ায় কাজ কিছুটা থমকে রয়েছে। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে বলা যেতে পারে কত দিনের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে। তবে করোনা সংক্রমণের কারণে জমি অধিগ্রহণ ও টেন্ডার প্রক্রিয়া দেরি হয়েছে একথা স্বীকার করে নিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here