Last Updated on January 1, 2022 10:35 PM by Khabar365Din
৩৬৫ দিন। বর্ষবরণের রাতে বৈষ্ণোদেবী মন্দির এ ভয়ঙ্কর দুর্ঘটনা ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে নিহত অন্তত ১২। আশঙ্কাজনক অনেকে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে রাত পৌনে তিনটা নাগাদ দুর্ঘটনা ঘটে বৈষ্ণোদেবী মন্দির বর্ষবরণের রাতে প্রচুর ভক্তের সমাগম হয় আচমকাই প্রবল ভিড়ের মধ্যে দু’দল ভক্তের মধ্যে কোন কারণে গন্ডগোল বেঁধে যায়। তুমুল বছরের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় আর এতেই ঘটে দুর্ঘটনা বহু মানুষ ভিড়ের চাপে মাটিতে পড়ে যান পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। আহতদের নিয়ে যাওয়া হয় নারায়ণা হাসপাতালে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শতাধিক মানুষকে আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ফলে মৃতের সংখ্যা আরও অনেক বাড়ার আশঙ্কা রয়েছে।
বৈষ্ণোদেবী মন্দির এর মৃত্যুর ঘটনায় টুইটে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, মাতা বৈষ্ণোদেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে জীবন হানির ঘটনায় শোকাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। গোটা পরিস্থিতি নিয়ে জম্মু কাশ্মীরের রাজ্যপাল, মন্ত্রী জিতেন্দ্র সিং ও নিত্যানন্দ রাইয়ের সঙ্গে কথা হয়েছে। জম্মু কাশ্মীরের রাজ্যপালের দফতর থেকে আহতদের জন্য ২ লক্ষ টাকা, মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর দফতরের তরফে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ ও আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে কিভাবে দুর্ঘটনা ঘটলো ঘটনার পেছনে কোন অন্তর্ঘাত রয়েছে কি-না এ সমস্ত দিক পুলিশ খতিয়ে দেখছে যারা মারা গিয়েছেন তারা বেশিরভাগই জম্বু কাশ্মীর এবং পাঞ্জাবের বাসিন্দা। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে।