Last Updated on May 27, 2023 1:18 PM by Khabar365Din
৩৬৫ দিন। গুজরাতের শিক্ষার মানে পতন।এ বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফলে চোখ রাখলেই তা স্পষ্ট হয়ে যাবে।গত বছরের তুলনায় সেখানে অকৃতকার্যের সংখ্যা বেড়েছে ব্যাপক হারে।বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে গুজরাতের মাধমিক পরীক্ষার রেজাল্ট।জিএসইবি(গুজরাত সেকেন্ডারি এডুকেশন বোর্ড) এর তরফে জানানো হয়েছে,১৫৭টি স্কুলে পাশের সংখ্যা শূন্য।গত বছর এই সংখ্যা ছিল ১২১।
এ বছর আরও ৩৬টি স্কুল এই তালিকায় যোগ হল।তবে তথ্য বলছে,কমেছে পাশের সংখ্যাও।এ বছর ৭.৩৪ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল।তার মধ্যে পাশ করেছে ৪.৭৪ লক্ষ ছাত্রছাত্রী।পাশের শতাংশ ৬৪.৬২ শতাংশ।যা গত বছর অর্থাৎ ২০২২ এ ছিল ৬৫.১৮ শতাংশ।তবে জানা গিয়েছে, জেলার দিক থেকে সুরাট প্রথম স্থান অধিকার করেছে।সেখানে পাশের হার ৭৬ শতাংশ।
শুধু মাধ্যমিক পরীক্ষায় নয় টেট পরীক্ষার হালও ওই রাজ্যে ভালো নয়।মোদির সাধের গুজরাটে শিক্ষার মান নিম্নমুখী হওয়ায় প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে।সম্প্রতি এমনই মন্তব্য করেছেন বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।তিনি মন্তব্য করেছেন,’গুজরাট সরকার চারবার টেট নিতে গিয়ে ব্যর্থ হয়েছে, টেট নিতে পারেনি।এমনকি বিজেপি শাসিত কোনও রাজ্যেই শিক্ষা ব্যবস্থা ভালো নয়।
‘এদিকে,গত বছরের একটি রিপোর্টে এক চাঞ্চল্য তথ্য উঠে আসে।জানা গিয়েছে,গুজরাট সরকারের পরিসংখ্যান দিয়েছে যেখানে জানানো হয়েছে, গুজরাটের ৭০০টি স্কুলে শিক্ষকের অভাব রয়েছে।ওই ৭০০ টির বেশি প্রাইমারি স্কুলে রয়েছেন একজন মাত্র শিক্ষক। এমনই তথ্য বিধান সভায় পেশ করে সরকার।