Last Updated on July 4, 2022 7:56 PM by Khabar365Din
৩৬৫ দিন। হিমাচল প্রদেশের কুলুতে ভয়ঙ্কর দুর্ঘটনা। গভীর খাদে পড়ে গেল স্কুল বাস। অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। নিওলি-সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল বাসটি। আচমকা নিয়ন্ত্রন হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, বাসটিতে স্কুল পড়ুয়া শিক্ষক মিলিয়ে ৪০ জন ছিলেন। যার মধ্যে ১৬ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের ধ্বংসাবশেষের তলায় আরও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার কাজ চালাতে কিছুটা সমস্যা হচ্ছে। কি ভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,পাহাড়ি রাস্তায় একটি বাঁক নেওয়ার সময় বাসের চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন। সোজা খাদে গিয়ে পড়ে বাস। কুলুর ডিসি আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে আটটা নাগাদ জাংলা গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং উদ্ধারকারী দল। কি ভাবে দুর্ঘটনা ঘটল তা ফরেন্সিক পরীক্ষার পর নিশ্চিত করে বলা যাবে। আপাতত উদ্ধারকাজ যাতে দ্রুত সম্পন্ন করে সকলকে উদ্ধার করা যায় সেদিকেই সবচেয়ে বেশী জোর দেওয়া হচ্ছে।