অরুণাচল থেকে নাবালক অপহরন চিনা সেনার! প্রধানমন্ত্রী চুপ কেন? বিবৃতিতে দিক দাবি ভাজপা সাংসদের

0

Last Updated on January 20, 2022 11:05 PM by Khabar365Din

৩৬৫ দিন। অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) প্রত্যন্ত গ্রাম থেকে অপহরণ করা হয়েছে ১৭ বছরের এক নাবালককে। অপহরণ করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি (People’s Liberation Army)। অপহৃত নাবালক মিরম তারনের ছবি দিয়ে টুইট অরুণাচল প্রদেশের ভাজপা সাংসদ তাপির গায়োর (Tapir Gao)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অপহৃত নাবালককে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। বিরোধীদের খোঁচা দলীয় সাংসদ যখন এমন চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তখন চুপ কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কেন তিনি বিবৃতি দিচ্ছেন না? বিরোধীদের আরো অভিযোগ মোদি সরকার তো মানতেই চায় না চিনের সেনাবাহিনী সীমানা লংঘন করে ভারতে ঢুকছে তাহলে অপহরণ হলো কিভাবে! ভাজপা সাংসদের দাবি অনুযায়ী, অরুণাচল প্রদেশের সিয়াং জেলার একটি গ্রাম থেকে ওই নাবালককে অপহরণ করে চিনের সেনাবাহিনী। জিডো গ্রামের দু’জন স্থানীয় শিকারিকেও অরুণাচল প্রদেশের সাংপো নদীর ( ব্রহ্মপুত্র) তীর থেকে আটক করে চিনা সেনা।

তিনজনের মধ্যে দুজন কোনক্রমে পালিয়ে আসতে পারলেও ওই নাবালক পালাতে পারেনি সে বর্তমানে চিনা সেনার হেফাজতে রয়েছে। সাংসদ তাপির গায়ো জানিয়েছেন, বিষয়টি তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে (Nisith Pramanik) জানিয়েছেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রক এবং সেনাবাহিনীর একটি সূত্রের দাবি ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে চিনের পিপলস লিবারেশন আর্মি-র সঙ্গে যোগাযোগ করে অপহরণের বিষয়টি তাদের জাগিয়েছে এবং দ্রুত যাতে ওই নাবালককে ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয় সে ব্যাপারে পদক্ষেপ করতে বলা হয়েছে যদিও চিনের সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কিছুই জানানো হয়নি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘটনা এই প্রথম নয়। সাম্প্রতিক অতীতে বারবার এমন ঘটনা ঘটেছে যেখানে দেখা গিয়েছে চিনের সেনাবাহিনী ভারতের দাবি করা ভূখণ্ডে ঢুকে পড়েছে। যে এলাকায় এই অপহরণের ঘটনা ঘটেছে সেখানে এর আগে চিনের সেনাবাহিনী প্রায় তিন চার কিলোমিটার পর্যন্ত রাস্তা তৈরি করে ফেলেছিল। দু’দিন আগেই প্যাংগং লেক এ চিনের সেতু নির্মাণের তথ্য সামনে এসেছে। এই ঘটনা গুলি প্রমাণ করে মোদি সরকার বারবার চিন নীতির সাফল্য নিয়ে যা দাবি করে তা আসলে বাস্তব বর্জিত এবং ভ্রান্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here