কুনো ন্যাশনাল পার্কে চিতা মৃত

0

Last Updated on March 27, 2023 9:36 PM by Khabar365Din

৩৬৫ দিন। মহা ধুমধাম করে নামিবিয়া থেকে আনা হয়েছিল আটটি চিতা।
ছাড়া হয়েছিল মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে। তার মধ্যে একটি চিতা মারা গেল। সোমবার তার মৃতদেহ উদ্ধার হয়। জানা গেছে মৃত স্ত্রী চিতাটির নাম ছিল সাশা। জানা গেছে কিডনিজনিত সমস্যায় ভুগছিল স্ত্রী চিতাটি।

সূত্রের দাবি, নামিবিয়া থেকে আনার সময়ই শারীরিক জটিলতা ছিল চিতাটির। গত ২৩ জানুয়ারি থেকেই শারীরিকভাবে আরও দুর্বল হতে শুরু করে চিতাটি। রাখা হয়েছিল আলাদা এনক্লোজারে। সেখানেই চলছিল চিকিৎসা। সোমবার সেখানেই উদ্ধার হয় চিতাটির মৃতদেহ। প্রসঙ্গত গত ১৭ সেপ্টেম্বর চিতাগুলিতে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে ছাড়া হয়েছিল। নভেম্বর থেকে স্বাভাবিকভাবে শিকার করছিল চিতাগুলি। কিন্তু সাশা ক্রমশই অসুস্থ হয়ে পড়ে। আপাতত কুনোয় রইল সাতটি চিতা। যদিও আফ্রিকা থেকে আরও ১২টি চিতা শীঘ্রই আসবে ভারতে।