তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানে মুগ্ধ অখিলেশ, সপার ডাক ‘খদেড়া হইবে’

0

Last Updated on November 27, 2021 11:51 PM by Khabar365Din

৩৬৫ দিন। বাংলায় তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান এর অনুকরণে মাসখানেক আগেই হিন্দিতে ‘আব ইউপি মে খেলা হই’ ( এবার উত্তরপ্রদেশে খেলা হবে) স্লোগান তৈরি করেছিল অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি। এবার অওয়ধি এবং ভোজপুরীর মিশেলে ‘খেলা হবে’র নতুন সংস্করণ ‘খদেড়া হইবে’ ( উত্তরপ্রদেশ থেকে যোগী সরকারকে তাড়ানো হবে) বানালো সপা। ইতিমধ্যেই একাধিক গান তৈরি হয়ে গিয়েছে এবং আগামী সপ্তাহে ‘খদেড়া হইবে’ (তাড়ানো হবে) গান সামনে রেখে জোরকদমে ভাজপা বিরোধী প্রচার শুরু হয়ে যাবে বলে সমাজবাদী পার্টি সূত্রে খবর।

সমাজবাদী পার্টি সূত্রে জানা গিয়েছে উত্তরপ্রদেশের একটা বড় অংশই ভোজপুরি এবং অওয়ধি ভাষাভাষীর মানুষের বাস বাংলায় তৃণমূলের খেলা হবে স্লোগান এর অনুকরণে হিন্দিতে ‘আব ইউপি মে খেলা হই’ যে স্লোগান মাসখানেক আগে তৈরি করে প্রচারে নামা হয়েছিল তা ইতিমধ্যেই হিন্দি বলয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবার তাই অ-হিন্দিভাষী অওয়ধি এবং ভোজপুরী ভাষীদের কাছেও এই স্লোগান জনপ্রিয় করতে নতুন সংস্করণ তৈরি করা হলো। স্লোগান এর মূল লক্ষ্য হলো ভাজপা বিরোধী প্রচারকে উচ্চগ্রামে নিয়ে যাওয়া এবং জনপ্রিয় স্লোগানকে সামনে রেখে একেবারে তৃণমূল স্তরে পৌঁছে যাওয়া। একইসঙ্গে ভাজপা সরকারের দুর্নীতি উত্তরপ্রদেশে কিভাবে পিছিয়ে দিচ্ছে এবং সমাজবাদী পার্টি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের জন্য কি করতে চায় তাও এই প্রচারের মাধ্যমে তুলে ধরা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here