অভিষেক সম্পর্কে মন্তব্য
শাহকে হাজিরার
নির্দেশ কোর্টের

0

Last Updated on February 20, 2021 12:59 AM by Khabar365Din

৩৬৫ দিন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হাজিরা দেওয়ার সমন পাঠাল আদালত। বিধাননগরে রাজ্যের সাংসদ, বিধায়কদের জন্য গঠিত বিশেষ আদালতের তরফে আগামী ২২ ফেব্রুয়ারি, সোমবার সকাল ১০টায় অমিত শাহকে হাজিরা দিতে বলা হয়েছে৷ ইতিমধ্যেই বিজেপি-র রাজ্য দফতর ৬ মুরলীধর সেন লেনের দফতরে ওই সমন এসে পৌঁছেছে। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের আগের থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নানান রকমের ভুয়ো অভিযোগ করে আসছে ভাজপা। অমিত শাহ থেকে শুরু করে ভাজপার একাধিক নেতা এই কাজ করে চলেছেন একনাগাড়ে। প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়েছেন, হয় প্রমাণ করুন নয়ত ভাজপা নেতৃত্ব বক্তব্য প্রত্যাহার করুন। কিন্তু তৃণমূল সাংসদকে কালিমালিপ্ত করার প্রয়াস থেকে বিরত হয়নি ভাজপা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠানো সমন প্রসঙ্গে অভিষেক বন্দোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন, ২০১৮ সালের ১১ অগাস্ট কলকাতার মেয়ো রোডে হওয়া বিজেপি-র একটি জনসভায় অমিত শাহ মন্তব্য প্রসঙ্গেই এই মামলা। সেই বক্তব্যে, অমিত শাহ, অভিষেকের বিরুদ্ধে বিভিন্ন চিটফান্ড সংস্থার দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তোলেন। সঞ্জয় বসু জানিয়েছেন, অমিত শাহর সেই বক্তব্য দেশের সর্বত্র সংবামাধ্যমে প্রকাশিত হয়েছিল। আর তাতেই অভিষেকের সম্মানহানী হয়। ওই বক্তব্যের পরে পরেই ২০১৮ সালের ২৮ অগাস্ট ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় অভিযোগ তুলে মামলা করা হয়। সেই মামলার সমন পাঠিয়ে আগামী ২২ ফেব্রুয়ারি সোমবার অমিত শাহকে বিশেষ আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here