Last Updated on August 23, 2021 10:09 PM by Khabar365Din
৩৬৫ দিন। শান্তনু দেবনাথ। গুগুলের অদ্ভুত দাবি ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। কেউ যদি গুগুল সার্চে গিয়ে “ফাদার অব ওয়েস্ট বেঙ্গল” লিখে সার্চ করেন তাহলে দেখা যাচ্ছে সেখানে শ্যামা প্রসাদ মুখার্জীর নাম ভেসে উঠছে। আর সেখান থেকেই শুরু হয়েছে এই বিতর্ক। বাংলাতে স্বাধীনতা সংগ্রামীর সংখ্যা কম ছিল না। অবিভক্ত বাংলাতে স্বাধীনতার রক্তে নিজেদের রাঙীয়ে নিয়ে ছিলেন বহু বিপ্লবী। শুধু তাই নয়, কলকাতার ছেলে সুভাষ চন্দ্র বসুই স্বাধীন ভারতের পতাকা প্রথম উত্তোলন করেছিলেন আন্দামানে। তাও ১৯৪৭ সালের আগে। সেই ধরনের মানুষকে ছেড়ে ঠিক কি ভাবে শ্যামা প্রসাদ মুখার্জীর নাম উঠে এল গুগুল সার্চে তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষিত বাঙালী। কেউ কেউ আবার বলছেন, ভারতের নিজের ব্যবসাকে বজায় রাখতে গিয়ে বিজেপির অঙুলি হেলনে এই কাজ করেছে গুগুল। অনেক দিন ধরেই গুগুলের উপর চাপ তৈরি করেছে ভারতীয় কেন্দ্রীয় সরকার। সেখানে সুদুর আমেরিকা থেকে গুগুলকে তাদের সার্ভার ভারতে নিয়ে আসার জন্য চাপও দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। ঠিক যেভাবে পেগাসাস নিয়ে রাজনৈতিক ব্যাক্তিত্বদের উপর নজরদারি করা হয়েছে সেই ভাবেই এবার কি তাহলে গুগুলের উপর ছড়ি ঘুরিয়ে বাংলার ইতিহাস বদলানোর চেষ্টা করছে বিজেপি? এই প্রশ্নটাই তুলছেন বাংলার শিক্ষিত সমাজ।