Last Updated on August 2, 2021 12:19 PM by Khabar365Din
৩৬৫দিন। ইন্দ্রনীল সাহা। শেষ পর্যন্ত বাবুলের বার্গেনের রাজনীতি কাজে এল। শনিবার ফেসবুকে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বাবুল সুপ্রিয়। তার কয়েক ঘন্টার মধ্যেই বাবুলের মান ভাঙাতে ফোন করেছিলেন কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা। তারপরই সোজা দিল্লির কেন্দ্রীয় পার্টি অফিসে ডেকে পাঠানো হয় বাবুলকে। সূত্রের খবর, প্রথমে ফোনে বাবুলের সঙ্গে প্রায় ১০ মিনিট কথা হয় কেন্দ্রীয় সভাপতির। ফোনেই জেপি নাড্ডা বাবুলকে পার্টি অফিসে ডেকে পাঠায়। দুজনের মধ্যে বেশ কিছুক্ষন আলোচনা হয়। এমনকি বৈঠকের মাঝেই ভিডিও কলে অমিত শাহও আসানসোলের সাংসদ সঙ্গে কথা বলেন। হঠাৎই রাজনীতি কেন ছাড়তে চাইছেন বাবুল তা জানতে চান অমিত শাহ? একইসঙ্গে দলের বিরুদ্ধে সব মান অভিমান ভুলে রাজনীতিতে সক্রিয় থাকার অনুরোধ করা হয় বাবুলকে। তার বিশেষ কোনো দাবিদাওয়া আছে কিনা তাও জানতে চাওয়া হয়। শোনা যাচ্ছে, আগামী একদুদিনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারেন বাবুল।যদিও এ প্রসঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব ও বাবুল সুপ্রিয় কোনো মন্তব্য করতে চাননি। রাজ্য নেতৃত্তের একাংশ বলছে, বাবুলের এই কান্ড কারখানা থেকে স্পষ্ট হয়ে গেছে ফেসবুকে বাবুলের রাজনীতি ছাড়ার ঘোষণা আসলে নাটক। কেন্দ্রীয় মন্ত্রিত্ব খোয়ানোর পর দলে নিজের দর বাড়াতেই চাইছিলেন তিনি। তাই ফেসবুকে বার্গেনের রাজনীতির খেলাটা খেললেন।শেষ পর্যন্ত বাবুলের ‘ আলবিদা ‘ ডায়লগে গলে গেল মোদি শাহরা। এদিকে রবিবার সকালে বাবুল সুপ্রিয় নিজের ফেসবুক পেজে তারই দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের সমালোচনা করেন। বাবুলের রাজনীতি ছাড়ার প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য কে তুলে ধরে বাবুল বলেন, পড়লাম আপনাদের কমেন্টগুলি |
যে যার নিজের মতো করে দেখেছেন, বুঝেছেন, সমর্থন করেছেন, তীব্র বিরোধিতা করেছেন, প্রশ্ন করেছেন, কৈফিয়ত চেয়েছেন, কিছু মানুষ নিজেদের রুচি অনুযায়ী ‘ভাষার’ ব্যবহার করেছেন – সবটাই শিরধার্য্য | কিন্তু আপনাদের প্রশ্নের জবাব আমি কাজেও তো দিতে পারি | তার জন্য মন্ত্রী বা সাংসদ থাকার কি দরকার |
একটু সময় দিন না আমাকে কটা গান বা শো-তেই-বা গাইবো আমি এখন | হাতে অনেকটাই সময় থাকবে | অন্তত দেখুন, এই ধরণের ‘ব্যক্তিত্ব’ মন্তব্যের সাথে তো আর রোজ রোজ ডিল করতে হবে না !! কত পজিটিভ এনার্জি বাঁচবে বলুন তো যেটা অন্য সৎ কাজে লাগাতে পারবো !!