সোনিয়া- মমতা বৈঠক
বিরোধী জোট হবেই, মুখ কে হবেন ঠিক সময়ে বোঝা যাবে

0

Last Updated on July 28, 2021 10:24 PM by Khabar365Din

নয়াদিল্লি থেকে

রিপোর্ট : সৌগত মন্ডল

ছবি : অমিত বন্দোপাধ্যায়


৩৬৫ দিন। বিজেপি-কে হারাতে সবাইকে একজোট হয়ে লড়তে হবে। আমি লিডার নই, আমিও ক্যাডার। একসঙ্গে লড়াই করতে হবে সকলকে। ভাজপাকে হারানোর জন্য বিরোধী ঐক্য যে অত্যন্ত প্রয়োজন, তা আবারও জোর দিয়ে বললেন মমতা। বুধবার কংগ্রেসের সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পর তিনি দাবি করলেন, বিজেপিকে হারানোর জন্য সবাইকে এক হতে হবে। আমি একা কেউ নই। একা আমি কিচ্ছু নই। বিজেপিকে হারানোর জন্য সবাই একসঙ্গে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমি থোড়াই লিডার নাকি, আমি তো ক্যাডার, আমি স্ট্রিট ফাইটার।

মমতা সোনিয়া চায়ে পে চর্চা

সোনিয়া গান্ধীর আমন্ত্রণে আজ ১০ জনপথে সোনিয়ার সঙ্গে দেখা করেন মমতা। সেখানে ছিলেন রাহুল গান্ধীও। তাঁদের মধ্যে প্রায় ৪০ মিনিটের বৈঠক হয়। বৈঠকের পর মমতা বলেন, এক কাপ চায়ের জন্য সোনিয়াজি ডেকেছিলেন। রাহুলজিও ছিলেন। সার্বিকভাবে আমরা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। পেগাসাস, করোনাভাইরাস, বিরোধী ঐক্য নিয়ে আলোচনা করেছি। ভালো বৈঠক হয়েছে। ইতিবাচক বৈঠক হয়েছে। আমার আশা যে ভবিষ্যতে ইতিবাচক ফলাফল মিলবে।

২০২৪ লোকসভায় খেলা হবে

গোটা দেশে এবারে খেলা হবে। বাংলায় একটা খেলা হয়েছে এবারে আগামী লোকসভা নির্বাচনে গোটা দেশের মানুষ বনাম মোদি লড়াই হবে। এই লড়াই দেশ বাঁচানোর লড়াই। বিরোধী জোটের মুখ কে হবে তা নিয়ে এখনো ভাবার সময় আসেনি। আমি সামান্য কর্মী মাত্র। দেশের জন্য এবং গণতন্ত্র রক্ষার জন্যই এই লড়াই চালাচ্ছি। এভাবেই আজ দিল্লিতে সফরের তৃতীয় দিনে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাসভবনে কলকাতা এবং সর্বভারতীয় স্তরে স্বল্পসংখ্যক সাংবাদিককে বিশেষ চা-চক্রে ডেকে বিভিন্ন প্রশ্নের উত্তরে আগামী লোকসভা নির্বাচনে বিরোধী জোটের একটা ছবি তুলে ধরলেন মমতা। দুপুর ১ তা থেকে তৃণমূলের রাজ্যসভায় বাংলা উৎসব এর সমস্ত সাংসদদের নিয়ে বৈঠকের পরে বেলা ২-৩০ টা থেকে সাংবাদিকদের সঙ্গে চা-চক্রে মিলিত হন মমতা। সেখানেই এবারে দিল্লিতে আসার পর থেকে আগামী লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটের সলতে পাকানো থেকে শুরু করে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক এবং গোটা দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রায় ঘন্টা দুয়েক খোলামেলা আলোচনায় মেতে ওঠেন মমতা।

অভিষেক ও পিকের ফোন ট্যাপ হলে আমারও হয়েছে

আমার ফোনও ট্যাপ করা হয়েছে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন ট্যাপ করা হয়, তাহলে ওঁর সঙ্গে আমার কথা হয়েছে। ফলে আমার ফোনও ট্যাপ করা হয়েছে। শুধু তাই নয়, পেগাসাস ব্যবহার করে দেশের প্রত্যেকটি মানুষের জীবন বিপদে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন মমতা।

বিরোধী জোটের মুখ

বিরোধী দলের নেতৃত্ব কে দেবে প্রশ্নের উত্তরে মমতা বলেন আমি কোনও জ্যোতিষী নন। এমনকি রাজনীতিকে ভবিষ্যদ্বাণীও করতে পারিনা। কেউ এগিয়ে এলে তিনি অবশ্যই তাঁকে সমর্থন করব। আমি রাজনৈতিক জ্যোতিষী নই। সব কিছুই নির্ভর করছে পরিস্থিতি কোন দিকে এগোয় তার উপরে। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার জন্য আমি সব বিরোধী দলকে সহযোগিতা করতে চাই। আমি নেতা হতে চাই না, সাধারণ ক্যাডার হয়ে থাকতে চাই। যখন বিষয়টা নিয়ে আলোচনা হবে, তখন আমরা সিদ্ধান্ত নেব। আমি নিজের থেকে চাইব না। আমি একজন সাধারণ কর্মী আর সেই ভাবেই থাকতে চাই।
সেইসঙ্গে বিজেডি এবং ওয়াইএসআর কংগ্রেসের মতো বিজেপির প্রতি নরমপন্থী দলকে বিজেপি-বিরোধী জোটে সামিল করারও দরজা খুলে রাখেন মমতা। বলেন, আমার সঙ্গে জগন রেড্ডির, নবীন পট্টনায়েকের সঙ্গে ভালো সম্পর্ক আছে। যদি কোনও রাজনৈতিক ঝড় ওঠে, কেউ থামাতে পারবেন না। আবার বিহারি ভাজপায়ী চোর সন্দেহে নীতিশ কুমারের সঙ্গে ভাজপা বিরোধী জোট নিয়ে কোন আলোচনা হয়েছে কিনা সেই প্রসঙ্গে বলেন নীতিশজি-র সঙ্গে কিভাবে আলোচনা হবে? উনি তো এখনো বিজেপির সঙ্গে রয়েছেন। তার উপরে লালুজী রয়েছেন। ‌

বাংলায় ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে

মমতার সাফ কথা, বাংলায় তৃণমূল যদি ভাজপখকেকে নাস্তানাবুদ করতে পারে, তাহলে বাকি রাজ্যগুলি পারবে না কেন? বাংলায় তৃণমূলের জয়ের ফর্মুলা ধরেই যে বাকি রাজ্যগুলিতে বিরোধীরা সাফল্য পেতে পারে, সেই প্রসঙ্গও তিনি উল্লেখ করেছেন। সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতা চলাকালীন ভোট পরবর্তী হিংসাকে নাটক বলেও উল্লেখ করেন মমতা। বলেন, ভোট পরবর্তী হিংসা একটা ড্রামা। আমি দায়িত্ব নেওয়ার পর কোনও হিংসার ঘটনা ঘটেনি।

যেতে পারেন বারানসী সহ উত্তরপ্রদেশে

আগামী লোকসভা নির্বাচনে ভাজপা বিরোধী জোটের প্রচারে নরেন্দ্র মোদির নির্বাচনের ক্ষেত্রে বারানসি সহ মথুরা-বৃন্দাবন এবং দেশের বিভিন্ন জায়গায় প্রচারে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি মমতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here