Last Updated on November 7, 2020 9:31 PM by Khabar365Din

৩৬৫ দিন। অ্যাডভান্টেজ তেজস্বী যাদব। তিন দফার বিহার বিধানসভা নির্বাচনের ভােটগ্রহণ শান্তিতে শেষ হলেও একেবারেই স্বস্তি নেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অথবা তাঁর জোট সঙ্গী বিজেপি শিবিরে। বিশ্বজুড়ে করােনা মহামারীর মধ্যে বিহার বিধানসভার নির্বাচনের দিন ঘােষণার পর থেকেই নিতিশ কুমার কে সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বিপুল ভােটে জিতে বিহারের সরকার গড়বে বলে যাবতীয় ওপিনিয়ন পপালে দেখানাে হলেও, তৃতীয় দফার ভােট গ্রহণের শেষে দেশের যাবতীয় এক্সিট পেপালের রিপাের্ট কিন্তু বদলে গিয়েছে প্রায় ১৮০ ডিগ্রি। প্রায় প্রতিটি এক্সিট পােলেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না হলেও, এনডিএ জোটকে বহু পেছনে ফেলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দৌড়ে এগিয়ে রাখা হয়েছে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে ভােট এলােরা আরজেডি-কংগ্রেসের ইউপিএ জোট। বিহার নির্বাচনে জিতলে গােটা দেশের মধ্যে বিহারের বাসিন্দাদের সবার আগে বিনামূল্যে করােনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীর নেতৃত্বে দেশের সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রত্যেক সদস্য কার্যকাল পেট ভরে নির্বাচনী প্রচার সেরেছেন বিহারের সমস্ত প্রত্যন্ত এলাকাতেও।

ফলাফল আসবে ১০ নভেম্বর। বিভিন্ন সংস্থা নির্বাচন পরবর্তী বুথফেরত সমীক্ষা করেছেন। এক্সিট পােলে অল্প হলেও এগিয়ে মহাগটবন্ধন। কার্যত দাগই কাটতে পারেনি চিরাগ পাসওয়ানের এলজেপি। কিন্তু অনেক জায়গায় শাসকের ভােট কেটেছে তারা। ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় জয়ের জন্য চাই ১২২ আসন। অধিকাংশ সমীক্ষা থেকে উঠে আসছে। যে ম্যাজিক ফিগারের খুব কাছে থাকবে মহাগঠবন্ধন। অর্থাৎ তেজস্বী যাদবের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল। তবে আপাতত অ্যাডভান্টেজ মহাগটবন্ধন সেটা বলাই যায়। তিন দফা নির্বাচনের পরেও বিহার জুড়ে সমীক্ষা করে সবথেকে পছন্দের মুখ্যমন্ত্রী হিসেবে ইন্ডিয়া টুডের সমীক্ষায় উঠে এসেছে ৪৪ শতাংশ মানুষের পছন্দ তেজস্বী যাদব এবং মাত্র ৩৫ শতাংশ পছন্দ নীতীশ কুমার।