Last Updated on October 7, 2021 7:20 PM by Khabar365Din
৩৬৫দিন। ভাজপা ন্যাশনাল এক্সিকিউটিভে জায়গা হল না শুভেন্দু অধিকারী রাজীব ব্যানার্জির। বাংলা থেকে ন্যাশনাল এক্সিকিউটিভ স্থান পেয়েছেন মিঠুন চক্রবর্তী, দীনেশ ত্রিবেদী, স্বপন দাশগুপ্ত, ভারতী ঘোষ অনির্বাণ গাঙ্গুলি, মুকুটমণি অধিকারীরা অথচ তালিকায় নাম নেই শুভেন্দু অধিকারী বা রাজীব বন্দ্যোপাধ্যায়ের। রাজীবকে রাখা হয়েছে আমন্ত্রিত সদস্য হিসেবে। রাজীবের সঙ্গেই রাখা হয়েছে জয়ন্ত রায়, অশোক লাহাড়ি, দেবশ্রী চৌধুরী, রূপা গাঙ্গুলীএবং মাফুজা খাতুনকে। ন্যাশনাল অফিস বেয়ারার্সে রয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ন্যাশনাল সেক্রেটারিসে ( জাতীয় সচিব) রয়েছেন অনুপম হাজরা।

ভাজপা একাংশ মনে করছে রাজীব শুভেন্দুর ডানা ছাঁটার প্রক্রিয়া শুরু হলো বিজেপিতে। বিশেষ করে শুভেন্দু অধিকারী কে ন্যাশনাল এক্সিকিউটিভ জায়গা দেওয়া হলো না যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিজেপির একাংশ যদিও বিজেপির অপর অংশ মনে করছে যেহেতু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তাই তাকে অন্য কোন পদ দিলো না দল। রাজীব বন্দ্যোপাধ্যায়কে রাখা হয়েছে আমন্ত্রিত সদস্য হিসেবে তুলনামূলকভাবে অনেক কম গুরুত্বপূর্ণ। এক্ষেত্র বিজেপির একাংশের দাবি বিধানসভা ভোটের পর থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় কে সেভাবে কোনো দলীয় কর্মসূচিতে যোগ দিতে দেখা যায়নি তাই তাকেও গুরুত্বপূর্ণ কোনো পদ দিল না বিজেপি শীর্ষ নেতৃত্ব।