নির্বাচনের ভাজপার গুন্ডামীতে গুলি বিদ্ধ পুলিশ

0

৩৬৫ দিন| একেবারে আগে থেকে নীল নকশা কিরে নিখুঁত ছক কষে বুধবার রাত থেকেই ভাজপার বাইক বাহিনীর হাতে দখল চলে গেলো সুরমা ও বড়দোয়ালি |মাটি কামড়ে থাকায় তৃণমূলের সঙ্গে প্রচুর বুথে সংঘর্ষ হয় টাউন আগরতলা, যুবরাজনগরে |নির্বাচন কমিশন ও নতুন বদলি মুখ্যমন্ত্রী মানিক সাহা কথা দিয়েছিলো নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ হবে |

কিন্তু কেউ কথা রাখে নি | ফলে অবাধে ছাপ্পা, রিগ্গিং, বুথ জ্যাম ও ভোটারদের কেন্দ্রে না পৌঁছতেই দিল না ভাজপার ভোট ম্যানেজাররা নিজেরাই ভোট দিয়ে দিলেন অন্যের | কিন্তু ভিত যে নড়ে গেছে ভাজপার তা এদিন বোঝা গেছে। আর তাদের শেষের শুরু হয়েছে তা বোঝা গেল ভাজপার গুন্ডাদের রক্ত চক্ষু উপেক্ষা করেও মানুষের ভোট দিতে যাওয়াতেই।

তবে ডাবল ইঞ্জিন বলে কেন্দ্রীয় বাহিনী ও ত্রিপুরা স্টেট রাইফেল ( টি এস আর) ডাবল পুতুল হয়ে দাঁড়িয়ে দেখছে ভোটার নামে এই প্রহসন | আর কমিশনও দুপুর পর্যন্ত সব কিছুই শান্তিপূর্ণ দেখছে | তৃণমূল যদিও কমিশনকে ইতিমধ্যেই ১৪৪ টি অভিযোগ জানিয়েছে। অভিযোগ জানিয়েছে |

আর সব ছাপিয়ে গেল আগরতলাতে নাম নিজের ভোট নিজে দিতে চেয়ে এক পুলিশ কর্মীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here