বিজেপি ভাইরাসের ভ্যাকসিন তৃণমূল

0


৩৬৫ দিন| (২০২২) এর ২৩ জুন খুঁটি পুজো আর ২০২৩ এ ( ভাজপা সরকারের) বিসর্জন | একেবারে চাঁচাছোলা ভাষাতেই উপনির্বাচন থেকেই মঙ্গলবার ত্রিপুরাতে ভাজপা সরকারকে উপড়ে ফেলার ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় | এদিনের মেগা রোড শো’র পর সংক্ষিপ্ত সভাতে তৃণমূলকে ভাজপা ভাইরাস এর ভ্যাকসিন বলেও এদিন উল্লেখ করেন তিনি |

এদিন তিনি বলেন তৃণমূল দরজা খুললে ভাজপা দলটাই উঠে যাবে। তিনি পরিষ্কার এদিন জানিয়ে দিয়েছেন ত্রিপুরা, অসম ও মেঘালয় নিয়ে তৃণমূল যথেষ্ট সিরিয়াস। তিনি বলেন গত অগাস্ট মাসে তিনি জানিয়েছিলেন তিনি নিয়মিত রাজ্যে এসে তদারকি করবেন | এদিন তিনি বলেন নভেম্বর থেকে মার্চ মাস থেকে তিনি এসেছেন | কিছু অসুবিধা হওয়াতে কয়েক মাস আসতে পারেননি |

২৩ জুন খুঁটি পুজো, ২০২৩ এ বিসর্জন

কিন্তু এবার থেকে তার প্রতিশ্রুতি মতো তিনি নিয়মিত আসবেন | এদিন নূপুর শর্মা নাম না করে ভাজপার দ্বায়িত্ব জ্ঞানহীনতার তীব্র সমালোচনা করেন তিনি। এদিন তিনি বলেন ডাবল ইঞ্জিন মানে ডাবল চোর। তার মতে এই ডবল ইঞ্জিনের মানে হল ত্রিপুরা চলবে দিল্লির নিয়ন্ত্রণে। এখানে চুরি ও পুলিশ ধরবে না আর দিল্লির ই ডি, সিবিআই কেঊ কিছু করবে না। এই ভাবেই দুদিকে চুরির মডেলই হল ডবল ইঞ্জিন।

ত্রিপুরার ৩৩ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রায় ২ ঘন্টার রোড শো এর পর অভিষেক ২৭ মিনিটের ভাষণে বলেন ভাজপা ভাঙা ক্যাসেট| তাদের কথা বোঝাও যায় না শোনাও যায় না | আর তৃণমূল ডিভিডি | মানুষ তাতে পরিষ্কার বুঝতেও পারেন দেখতেও পারেন, শুনতেও পারেন | তিনি বলেন এখন ত্রিপুরাবাসী ঠিক করবেন দুয়ারে সরকার না দুয়ারে গুন্ডা ( ভাজপা) আনবেন |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here