Last Updated on August 22, 2022 6:12 PM by Khabar365Din
৩৬৫ দিন | ত্রিপুরাতে ভাজপার বুলডোজার রাজনীতির বিরুদ্ধে এবার জাতীয় স্তরে সরব হলো কংগ্রেস | রবিবার দিল্লিতে এই নিয়ে প্রেস বৈঠকে সরব হলেন ত্রিপুরার পর্যবেক্ষক অজয় কুমার ও আগরতলার বিধায়ক সুদীপ রায় বর্মন | এদিন অজয় কুমার জানিয়েছেন ত্রিপুরাতে ভাজপা উত্তরপ্রদেশের বুলডোজার রাজনীতি আমদানি করেছে |
যারাই তাদের বিরোধিতা করেছে তাদের দফতর বা বাড়ির বা অন্য কোনো সম্পত্তির ওপর বুলডোজার নিয়ে গিয়ে চালিয়ে দিয়ে তা ভেঙে দিচ্ছে | প্রশাসন নীরব আর পুলিশ কোনো অভিযোগই নিচ্ছে না ভাজপার বিরুদ্ধে | কিন্তু কংগ্রেসের দায়ের করা এজাহারের ভিত্তিতে এক জনকেও গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেন রাজ্য কংগ্রেস নেতা আশিস কুমার সাহা।
এদিন তালিকা দিয়ে সুদীপ রায় বর্মন বলেন গত ফেব্রুয়ারি থেকে এদিন পর্যন্ত তিনি, আশীষ সাহা, বিরজিৎ সিনহা সহ রাজ্য স্তর থেকে আরম্ভ করে বুথ স্তরের অন্তত ২০ টি এই ধরণের ঘটনা ঘটেছে যেখানে বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙা হয়েছে ও তাদের মারধর করা হয়েছে | এদিন সুদীপ বলেন ভাজপা বিরোধীদের দমনের জন্য ২ টি বিশেষ পদ্ধতি নিয়েছে | শুধু বাইক বাহিনীর তান্ডব বা বুলডোজার আক্রমণই নয় কংগ্রেস কর্মীদরর মিথ্যা মামলাতে ফাঁসানো হচ্ছে বলেও এদিন দিল্লিতে সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেন আগরতলার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন |
ফলে সমতলে ভাজপার আক্রমণের কেন্দ্রবিন্দু হলো কংগ্রেস ও পাহাড়ে মথা এই তত্ত্বই এদিন তুলে ধরার চেষ্টা করেন সুদীপ ও অজয় | কংগ্রেসের বক্তব্য উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের লড়াইতে ৫০ টি সিট হারিয়েছে ভাজপা | সেখানেও বুলডোজার রাজনীতি করেছে তারা | একইরকম সন্ত্রাস তারা করেছে তারা | তাই ত্রিপুরাতেও বিরোধীদের দুরমুশ করতে তারা সেই বুলডোজার রাজনীতি চালিয়ে যাচ্ছে | এটাই তারা জাতীয় স্তরে তুলে ধরার জন্য দিল্লিতে এই প্রেস বৈঠক করেন |
উপনির্বাচনের আগেই আগরতলায় কংগ্রেসের সভায় হামলায় আহত হন সুদীপ রায়বর্মণ, তাঁর দেহরক্ষী। পরে প্রদেশ কংগ্রেস অফিসেও হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছিল। কংগ্রেসের অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। পুলিশ পুরোপুরি নিষ্ক্রিয় ছিল বলেও অভিযোগ কংগ্রেসের।
তবে ত্রিপুরার তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছিলন এইসব ঘটনার পিছনে সিপিএম রয়েছে। তাদের স্বার্থেই কাজ করছেন সুদীপ রায়বর্মণ। তবে এইসব ঘটনার প্রেক্ষিতে ভাজপার কেউতো গ্রেফতার হয়নি উলটে গ্রেফতার হয়েছেন কংগ্রেসের ৮ জন কর্মী।