হুমকি ফোন: অমিতাভ বাংলো সহ তিন রেল স্টেশনে বোমা

0

Last Updated on August 7, 2021 2:10 PM by Khabar365Din

৩৬৫ দিন। মুম্বাইতে বোমাতঙ্ক! শুধু তাই নয় ৪টি বড় বড় জায়গায় বোমা রাখা রয়েছে,এমনই খবর মিলেছে। তাঁর মধ্যে রয়েছে অমিতাভ বচ্চনের বাড়ি, মুম্বাইয়ের তিনটি জনবহুল রেল স্টেশন। শুক্রবার রাতে একটি ফোন কলে নড়ে গিয়েছে প্রশাসন। জানা গিয়েছে, এদিন গভীর রাতে মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমে একটা ফোন আসে। সেখানে বলা হয়, শহরের চারটি গুরুত্বপূর্ণ স্থানে লুকিয়ে রাখা আছে বোমা। তার মধ্যে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, বাইকুল্লা, দাদর রেলস্টেশন এবং অমিতাভের জুহুর বাংলো। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করা হয়েছে। রাতারাতি শুরু হয়ে যায় তল্লাশি।

ফোন পাওয়ার পর অমিতাভ বচ্চনের বাংলো ছাড়াও তিন জায়গাতে পুলিশ, আরপিএফ, বম্ব ডিটেকশন ও ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা। শুধু ওই তিন রেলওয়ে স্টেশন নয় মুম্বাইয়ের অন্য জনবহুল রেল স্টেশনেও কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে। বসানো হয়েছে এন্টি বোম্ব স্কোয়াড। এই ধরনের ফোন এর আগেও এসেছে। গত মে মাসে মুম্বইয়ের মহারাষ্ট্র সচিবালয়ে বোমা রাখার ভুয়ো ফোন এসেছিল। পরে দেখা যায় কলটি এসেছিল নাগপুর থেকে।কিন্তু তল্লাশি চালানোর পরে কিছু না মেলায় বোঝা যায় কেউ ভুয়ো ফোন করেছে। ফের একই ঘটনা ঘটেছে। তবে নিরাপত্তা নিয়ে খামতি রাখতে নারাজ প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here