চলতি মাসেই গোয়ায় যাচ্ছেন মমতা, বিধানসভা নির্বাচনে একাই লড়বে তৃণমূল

0

Last Updated on October 21, 2021 10:02 PM by Khabar365Din

৩৬৫ দিন। তৃণমূলের মিশন গোয়া। গত মাসেই গোয়ার প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে প্রায় প্রতিদিন শক্তি বৃদ্ধি হয়েছে তৃণমূলের। এবারে আগামী গোয়া বিধানসভা নির্বাচনের আগে দলের সংগঠন ঢেলে সাজানোর উদ্দেশ্যে চলতি মাসেই গোয়া যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। গোয়া তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী ২৮ অক্টোবর দুদিনের সফরে গোয়া যাবেন মমতা।
রবিবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কার্শিয়াঙে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ থেকে ২৭ অক্টোবর কলকাতায় ফিরবেন তিনি। উত্তরবঙ্গ থেকে ফিরে ২৮ অক্টোবর মুখ্যমন্ত্রী গোয়া যাবেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। গোয়াতে তৃণমূলের রাজ্য সদর দপ্তর উদ্বোধন হওয়ার পরে মমতার উপস্থিতিতে কংগ্রেস এবং ভাজপা ছেড়ে একাধিক শীর্ষ নেতার পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিরা তৃণমূলে যোগ দিতে পারেন বলে গোয়া তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here