Last Updated on February 8, 2022 12:30 AM by Khabar365Din
৩৬৫ দিন। লখনউ। মমতাকে অভ্যর্থনা জানাতে লখনউ বিমানবন্দরে (Lucknow Airport)ছুটে এলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav) নিজে। অখিলেশের পাশাপাশি মমতাকে (Mamata Banerjee) স্বাগত জানাতে বিমান বন্দরে আসেন সমাজবাদী পার্টির (Samajwadi Party)প্রথম সারির অন্যান্য নেতারা। সেখানেই বেশকিছুক্ষণ মমতার কথা হয় অখিলেশ যাদবের সঙ্গে। নির্বাচনী প্রচারের কাজ ঠিকঠাক চলছে কিনা মমতা জানতে চাওয়ার পরেই অখিলেশ সেখানেই মমতাকে বলেন, প্রশাসনে এমন বহু আধিকারিক রয়েছেন যারা পঞ্চায়েত নির্বাচনে ভাজপার হয়ে কাজ করছেন। অখিলেশের কাছে এই বক্তব্য শোনার পরে বাংলাতেও একুশের বিধানসভা নির্বাচনে এমন ঘটনা ঘটেছিল বলে জানিয়ে বড়দিদির মত পরামর্শ দিয়ে মমতা বলেন, ওইসব অফিসারদের ওরা সরাবে না।
কিন্তু এনিয়ে যতটা পারা যায় কমিশনের কাছে অভিযোগ করুন। এর একটা ফল হবে। কী হবে তা দেখার প্রয়োজন নেই, আপনি আপনার মতো কাজ করুন। আমাদের ওখানে ভোটের কয়েকদিন আগে বিধিনিষেধ আরোপ করে দিয়েছিল। প্রসঙ্গত আজ বিকেলে লখনউ উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)মমতা বলেন, কিরনময় নন্দজি এসেছিলেন। আমি চাই সমাজবাদী পার্টি এবার উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে জিতুক। অখিলেশ যে লড়াইটা লড়ছেন তার পাশে দাঁড়ানো প্রয়োজন। উত্তর প্রদেশকে দিশা দেখানোর জন্য আমি চাই বিজেপি (BJP) হারুক।