Last Updated on October 16, 2020 8:00 PM by Khabar365Din
৩৬৫ দিন। গত লােকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ফের একবার ক্ষমতায় আনার জন্য বিপুল পরিমাণ কর্পোরেট ফান্ডিং করা হয়। ২০১৮-১৯ অর্থবর্ষে দেশের রাজনৈতিক দল গুলিতে কর্পোরেট ফান্ডিং বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৮৭৬.১০ কোটি টাকায়। ২০১৭-১৮ অর্থবছরের তুলনায় ১০৭ শতাংশ কর্পোরেটফান্ডিং বৃদ্ধি পায় গত লােকসভা নির্বাচনের আগে। বৃহস্পতিবার অ্যাসােসিয়েশন ফর ডেমােক্রেটিক রিফর্মস এই তথ্য তুলে ধরার পর রাজনৈতিক মহলে ফের ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ডেমােক্রেটিক রিফর্মসের পরিসংখ্যান অনুযায়ী, বৃদ্ধি পাওয়া কর্পোরেট ফান্ডিং এর ১০৭শতাংশ অর্থের মধ্যে অধিকাংশই অর্থ গিয়েছে ভারতীয় জনতা পার্টির একাউন্টে। ৮৭৬.১০ কোটি টাকার মধ্যে ৬৯৮ কোটি টাকা ভারতীয় জনতা পার্টির ওপর বিনিয়ােগ করা হয়।