দাঙ্গা ছড়ানাের দায়ে অভিযুক্ত কঙ্গনা

0

Last Updated on October 17, 2020 4:21 PM by Khabar365Din

আদালতের নির্দেশে বিজেপির টকিং ডলের বিরুদ্ধে

মহারাষ্ট্র পুলিশ এফআইআর করল

সদাশিব রানা। মুম্বই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিছক আত্মহত্যা, এর পিছনে কোনরকম রহস্যময়তা নেই। সিবিআই এই ঘােষনা করে দেওয়ার পর ঘাপটি মেরে ছিলেন বিজেপির টকিং ডল কঙ্গনা রানাওয়াত। আজ বান্দ্রার জেলাশাসক বান্দ্রা থানায় এই অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাকে আবার জনসমক্ষে এনে ফেললেন। এফআইআর হয়েছে কঙ্গনা এবং তার দিদি রঙ্গলি চান্ডলের বিরুদ্ধে। এদের বিরুদ্ধে অভিযােগ যে বিভিন্ন সময় টুইটার হ্যান্ডেল ব্যবহার করে এরা জাতিগত বিভেদ তৈরির চেষ্টা করে গেছেন। দুজনে লাগাতারভাবে টুইটারে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হয় এমন বিদ্বেষমূলক এবং উস্কানিমূলক মন্তব্য করেছেন। এতে দেশের সার্বিক নিরাপা বিঘ্নিত হয়েছে।

কেন্দ্রীয় সরকার এই অভিনেত্রীর নিরাপত্তার জন্য ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা ব্যবস্থা করেছে। দেখা যাচ্ছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত করা দায় এবার তিনিই অভিফু হলেন। সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করার পর টুইটারে প্রথম মুখ খুলে ছিলেন কঙ্গনা। তিনি বলিউডের নেপােটিজমের বিরুদ্ধে সরব হন এবং একে একে বিভিন্ন বিশিষ্ট শিল্পীদের কাঠগড়ায় দাঁড় করিয়ে গালিগালাজ করতে থাকেন। এরপর যতদিন গড়িয়েছে ততাে মুখের ভাষা আলগা হয়েছে কঙ্গনার। বিজেপির টকিং ডল হয়ে ক্রমাগত বিদ্বেষমূলক মন্তব্য করে গিয়েছেন। কখনও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে অসম্মান করা, মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করা মতাে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য তিনি করেন। বিজেপি তাকে পুরস্কার হিসেবে রাজভবনে ডেকে চা খাওয়ায় এবং কেন্দ্রীয় নিরপত্তার ব্যবস্থা করে দেয়। এদিনের এফআইআরে বিজেপিরও যে মুখ পুড়ল তাতে সন্দেহ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here