Last Updated on August 16, 2021 10:44 PM by Khabar365Din
৩৬৫ দিন। শিলং। ফের ভাজপা শাসিত সরকারের চূড়ান্ত ব্যর্থতা এবং দমনমূলক নীতির ফলে আগুন জ্বলে উঠেছে উত্তর-পূর্ব ভারতের প্রতিটি রাজ্যে। ভাজপা নেতৃত্বাধীন এনডিএ জোটের শাসনে থাকা মেঘালয় গত দু’দিন ধরে চলে গিয়েছে কার্যত জঙ্গিদের দখলে। খোলা রাস্তায় রকেট লঞ্চার এবং মেশিনগান নিয়ে জিপে চড়ে টহলদারি করছে জঙ্গি সংগঠন এইচএনএলসি-র উগ্রবাদীরা। গত কয়েক মাসে রাজ্যজুড়ে একের পর এক আইইডি বিস্ফোরণে কেঁপে উঠেছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য। স্বাধীনতা দিবসের দিনে রাজ্যের রাজধানী শহর শিলংয়ের রাস্তায় একের পর এক পুলিশের গাড়ি ও সরকারি সম্পত্তিতে জঙ্গিদের আগুন জ্বালিয়ে দেওয়ার ফলে বাধ্য হয়ে জঙ্গিদের কাছে আত্মসমর্পণ করে ইস্তফা দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী লাখমেন রিম্বুই।। পেট্রল বোমা ছোঁড়া হয় মুখ্যমন্ত্রী কনরাড সাংমার বাসভবন নিশানা করেও। তবে কেউ হতাহত হননি। শিলং সহ মেঘালয়ের বহু জায়গায় জারি করা হয়েছে কারফিউ এবং বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।
অশান্তির নেপথ্যে
গত সপ্তাহে শিলংয়ের বাজার এলাকায় আইডি বিস্ফোরণের দায় জঙ্গি সংগঠন এইচএনএলসি স্বীকার করে নেওয়ার পরেই এই জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা চেরিস্টারফিল্ডের বাড়িতে ঢুকে তাকে নিরস্ত্র অবস্থায় সামনে পেয়ে গুলি চালিয়ে হত্যার অভিযোগ ওঠে মেঘালয় পুলিশের বিরুদ্ধে। রাজ্যের পদত্যাগী স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্য পুলিশের ডিজি গোটা ঘটনার পেছনে সাফাই দেওয়ার জন্য দাবি করেন চেরিস্টারফিল্ড ছুরি নিয়ে পুলিশের উপরে হামলা করেছিলেন বলেই গুলি চালানো হয়েছে। কিন্তু পরিবারের দাবি, কিডনির কঠিন রোগে শয্যাশায়ী চেরিস্টারফিল্ড কারও সাহায্য ছাড়া হাঁটতেই পারেন না। তাঁর একটি হাতও অবশ। চেরিস্টারফিল্ডকে গুলি করার দু’ঘণ্টা পরে হাসপাতালে পাঠানো হয়। তত ক্ষণে তিনি মারা গিয়েছেন।