ভারতে ইন্টারনেট শাটডাউন

0

Last Updated on March 1, 2023 11:26 PM by Khabar365Din

৩৬৫ দিন। নাগরিকদের স্বাধীন মত প্রকাশ করতে দেওয়ার বিষয়ে সদা সচেষ্ট কেন্দ্রীয় সরকার । কিন্তু কেন্দ্রের এই দাবির সম্পূর্ণ বিপরীত তথ্য তুলে ধরেছে ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর আন্তর্জাতিক নজরদারি সংস্থা | তাদের রিপোর্টে দাবি ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সরকারি নির্দেশ বিশ্বে সবথেকে বেশিবার দেওয়া হয়েছে ভারতে | বিশ্বব্যাপী ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে গত পাঁচ বছর ধরে ভারত প্রথম স্থানে রয়েছে। বিশ্ব জুড়ে এই শাটডাউন এর দিকে নজররেখা সংস্থা কিপ ইটঅন কোয়ালিশন তাদের রিপোর্টে এমনটাই দাবি করেছে।এর ফলে ভারতে স্বাধীন মত প্রকাশ বাধা প্রাপ্ত হচ্ছে বলেই এই সংস্থার দাবি ।দেশের রাজধানী নয়াদিল্লিতেও কৃষক আন্দোলনের সময় দীর্ঘ সময় ধরে ইন্টারনেট বন্ধ ছিল।এই পরিষেবা বন্ধ থাকলে বাক স্বাধীনতা সহ অতি জরুরি পরিষেবা ব্যাহত হয় যা সভ্য দেশে গ্রহণযোগ্য নয় |

২০২২ সালে দেশে ৮৪ বার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে প্রশাসন। যার প্রধান কারণ হল বিক্ষোভ, হিংসা যাতে না ছড়িয়ে পড়ে।যদিও অনেক দেশেই নিরাপত্তার কারণে সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়, তবে এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার অন্যান্য দেশ কে ছাপিয়ে গিয়েছে। ২০২২ সালে দেশে ৮৪ বার ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলো প্রশাসন। যার প্রধান কারণ হল বিক্ষোভ, হিংসা , পরীক্ষা এবং নির্বাচন। ২০২২ সালে, শুধুমাত্র জম্মু ও কাশ্মীরে ৪৯ বার ইন্টারনেট বন্ধ করা হয়েছে, যার মধ্যে ইন্টারনেট ক্রমাগত ১৬ বার বন্ধ করা হয়েছে, যা জানুয়ারী থেকে ফেব্রুয়ারির মধ্যে হয়েছিল। জম্মু ও কাশ্মীরের পরে রাজস্থান দ্বিতীয়, যেখানে এক বছরে ১২ বার ইন্টারনেট বন্ধ করা হয়েছে। পশ্চিমবঙ্গ রয়েছে তিন নম্বরে যেখানে সাতবার ইন্টারনেট বন্ধ হয়েছে।


২০১৬ সাল থেকে ভারতে বারবার ইন্টারনেট বন্ধ করা হচ্ছে। উল্লেখ্য, ২০১৬ সালে বিশ্বব্যাপী ইন্টারনেট বন্ধের ক্ষেত্রে ৫৮ শতাংশ ভারতে ঘটেছিল। জানিয়ে রাখি, টেলিযোগাযোগ পরিষেবার অস্থায়ী সাসপেনশন (পাবলিক ইমার্জেন্সি বা পাবলিক সেফটি) রুলস, ২০১৭-এর অধীনে ইন্টারনেট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। টেলিকম মন্ত্রকের দ্বারা প্রণীত এই নির্দেশে আছে যে, অস্থায়ী স্থগিতাদেশ “জনসাধারণের জরুরি অবস্থা বা জননিরাপত্তার কারণে” দেওয়া হতে পারে। ইন্টারনেট বন্ধ করার ক্ষমতা কেন্দ্রীয় ও রাজ্য স্তরের স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে রয়েছে।২০২১ সালে সারা বিশ্বে মোট ৩০ হাজার ঘণ্টা ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে ৫.৪৫ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৪০ হাজার ৩০০ কোটি টাকা ক্ষতি হয়েছে ।এই শাটডাউনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশগুলির তালিকায় ভারত তৃতীয় স্থানে আছে। ভারতে ২০২১ সালে ১,১৫৭ ঘণ্টা ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে ৫৮২.৮ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৪,৩০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। ইন্টারনেট বন্ধের কারণে নানা কারণে ৫৯ লাখ মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here