Last Updated on December 12, 2020 12:02 AM by Khabar365Din
অভিজিৎ অধিকারী
দিল্লির খেলানাে বাংলােয় বা শহরের সেরা অট্টালিকা রাজভবনে বসে আছেন বলে কি ভাবছেন নিজেকে, বাবা হয়ে গেছেন! এ তাে দেখছি বাংলা সিনেমার কমল মিেিরর মত হাবভাব করছেন মশাই, বাপরে!নিজে রােজ বাঈ বাড়ি যাচ্ছেন অথচ ছেলে দেরি করে ফিরলেই চোপা! আপনাদের এমন হেডমাস্টারগিরি করার অধিকারটা দিল কে? কেন্দ্রে সরকার চালাচ্ছেন বলে কি রাজ্য প্রশাসনগুলির ওপর স্টিমরােলার চালাবেন ভাবছেন? সংবিধানে তাে সেই অধিকার দেয়নি কোনও কেন্দ্রীয় সরকারকে। বরং আমাদের দেশের ফুরাষ্ট্রীয় কাঠামােতে কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক ক্ষমতার এশিয়ার সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তাহলে কোন অধিকারে রাজ্যের সেই নির্ধারিত ক্ষমতার ওপর হস্তক্ষেপ করেন ? শুধুমাত্র ওই দিল্লিতে থাকেন বলে, আর রাজভবনে। মুখে শি খুলে গেছে ভাই আপনাদের। মাননীয় শ্রী স্বরাষ্ট্রমন্ত্রী ভাই এবং পদ্মপাল, দেশের মানুষের সঙ্গে চালাকি করতে যাওয়ার মধ্যে অনেক বিপদ, খেয়াল রাখবেন ভাই। নিজের আখের গােছাতে মানুষকে ভুল বােঝানাের জন্য এই যে বাবা হয়ে বসছেন মাঝেমাঝেই, তা কিন্তু বুমেরাং হবে। দরদী হেডমাস্টারমশাইয়ের কদর আছে। কিন্তু মিড ডে মিলের চাল চুরি করা হেডমাস্টারকে মানুষ ঘৃণা করে। মান্য তাে করেইনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভাই আপনাদেরও সেই দশা, কেউ আর মান্য করেনা। এশিয়ার বহির্ভূত কোনও কিছুই মানুষের পছন্দ নয় বিশেষ করে এই দেশে। কারণ, এটি বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ এবং এদেশের মানুষ সেই গণতন্ত্র, নিজেদের অধিকারবােধ সম্পর্কে অত্যন্ত সচেতন। কেউ ভুল বুঝিয়ে তাদের ওপর খবরদারি করে চলে যাবে তা তাদের মােটেই পছন্দ নয়। তা সে যতই দিল্লির পিএম বাংলােতে থাকুন বা রাজভবনে। আরেকটা কথা স্বরাষ্ট্রমন্ত্রী ভাই, বাংলা নিয়ে একটু কম ভাবুন। ওটা ঠিক আপনাদের জন্য নয়। ওই যাকে বলে, নট ইওর কাপ অফ টি। কলকাতায় এসে বেশি লম্ফঝম্পও করলে গাড্ডায় তাে নাড়ারা পড়বেই!এখানে যে তারা বড়বাজারের বাউন্ডারিই অতিক্রম করতে পারেনি। এ বাজারে ব্যবসা করে যারা কামিয়েছে, তারা ওই বাঙ্গুর, লেকটাউন, হাওড়ার ওদিকে গিয়ে ফ্লাট বাড়ি কিনেছে। বাউন্ডারি ক্রস করতে পারেনি। বিহার-টিহার নিয়ে তাে দিব্যি আছেন ফুলেফেঁপে। কী দরকার বাংলার মাটি ঘেঁটে। পুরােটাই ঘেঁটে যাবে ভাই! এই খুব টাইট মাটি।এখানে আপনারা দাঁত ফোটাতে গেলে মুশকিলে পড়ে যাবেন। ভােটের আগে দাঁত নিয়ে বিজেপির রাজ্য নেতারা যদি ঝামেলায় পড়েন তাহলে আরও ঘেঁটে যাবেন। এমনিতেই বিস্তর ঘেঁটে আছেন তারা। ওদের অবস্থাটা কেমন জানেন তাে, আপনারা দিল্লিতে থাকেন কিংবা রাজভবনের চৌহদ্দি মধ্যে সুরক্ষিত, তাই বলছিলাম ওদের অবস্থাটা অনেকটা, বেশ ছিলাম ভাই তাঁত বুনে কাল হলাে এড়ে গরু কিনের মতাে। বেচারাদের ব্যতিব্যস্ত করতে কেন মিছে দিল্লি থেকে নাড়াদের এখানে এনে গাড়ায় ফেলেন!