তৃণমূল নেতাদের পুলিশ ঘিরে রেখেছে, আগরতলায় পৌঁছে গর্জে উঠলেন ডেরেক ‘ আমরা কি উগ্রপন্থী ‘

0

Last Updated on July 29, 2021 8:40 PM by Khabar365Din

৩৬৫ দিন। গতকাল আগরতলায় বাংলার মন্ত্রী ব্রাত্য বসু বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়ে প্রশ্ন তুলেছিলেন, আইপ্যাকের মাথায় প্রশান্ত কিশোর, তাই সংস্থার ২৩ জনের বিরুদ্ধে মহামারী আইনে মামলা দায়ের করেছে ভাজপা সরকার। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন আগরতলায় পৌঁছে ভাজপা সরকারের বিরুদ্ধে গর্জে উঠে বললেন, শয়ে শয়ে পুলিশকর্মী আমাদের ঘিরে রয়েছে। আমরা কি উগ্রপন্থী? কোথাও যেতে হলে জবাবদিহি করতে হবে কেন? আমরা এসবে ভয় পাইনা। মোদি- শাহ, আগরতলা হোক বা বেনারস হোক কিংবা বাংলা, তৃণমূল নেত্রীর কাছে সর্বত্র আপনাদের হার হবে। ত্রিপুরায় এবার খেলা হবে। এই পরিস্থিতিতে আগামীকাল ত্রিপুরা যাচ্ছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এর নেতৃত্বে ত্রিপুরা জুড়ে ভাজপা হটাও ‘খেলা হবে’র ডাক দিয়েছে তৃণমূল। এদিন সকালে ডেরেক ও ব্রায়নের সঙ্গে এসেছেন তৃণমূলের লোকসভার সদস্য কাকলি ঘোষ দস্তিদার। গত ২৪ ঘন্টায় ব্রাত্য বসু, মলয় ঘটক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ত্রিপুরার যে যে অঞ্চলে গিয়েছেন, সেখানেই বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ত্রিপুরার মানুষ। এদিন সাংবাদিক বৈঠকে মন্ত্রী মলয় ঘটক বলেন, কর্ণাটক, ঝারখন্ড, রাজস্থান, মহারাষ্ট্র বা পাঞ্জাব, যে রাজ্যে বিজেপি পাঁচ বছর ক্ষমতায় থেকেছে, তারপরেই সেখানকার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। ত্রিপুরাতে বিজেপি সরকার যে ধরনের অত্যাচার করছে, ২০২৩ এ এখানকার মানুষ বিজেপিকে হারিয়ে দেবে। উল্লেখ্য আইপ্যাকের ২৩ জনের বিরুদ্ধে সমন জারি করেছে ত্রিপুরার ভাজপা প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here