Last Updated on June 22, 2022 6:17 PM by Khabar365Din
৩৬৫ দিন। দেশ জোড়া প্রবল বিক্ষোভের মুখে অগ্নিপথ নিয়ে চাপের মুখে মোদি সরকার। এবার সেনা বাহিনীতে চুক্তি ভিত্তিক নিয়োগ নিয়ে মোদি সরকারের পক্ষে ময়দানে ব্যাট হাতে নামলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে তাঁর দাবি, সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ অত্যন্ত সুদূর প্রসারী পদক্ষেপ। জাতীয় নিরাপত্তার পক্ষে সঠিক পদক্ষেপ।
সব দেশ নিজেদের প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন আনছে কারন এখন যুদ্ধের কৌশল অন্যরকম, তাই ভারতকেও পরিবর্তন আনতে হয়েছে। সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ তেমন-ই একটি পদক্ষেপ। দেশ জুড়ে অগ্নিপথ নিয়ে যে বিক্ষোভ হচ্ছে সে ব্যাপারে দোভাল বলেন, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার প্রশ্ন নেই। যারা ট্রেন বাস জ্বালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনও অবস্থাতেই অগ্নিপথ প্রকল্প বাতিল হবে না।
তবে অগ্নিপথ প্রকল্পে যাদের ৪ বছর পর সেনাবাহিনী থেকে অবসর দিয়ে দেওয়া হবে তাদের কী হবে, সেই প্রসঙ্গ এড়িয়ে যান দোভাল। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যাদের সেনাবাহিনীতে চার বছর পর রাখা হবে না, তারা তো বন্দুক চালানোর প্রশিক্ষণপ্রাপ্ত, সেনার যাবতীয় কৌশল তাদের জানা থাকবে, এক কথায় তারা ট্রেন্ড সোলজার তারা যদি পরবর্তীতে সন্ত্রাসমূলক কার্যকলাপ বা দুষ্কৃতীমূলক কাজে জড়িয়ে পড়ে তখন কী হবে !
কেন্দ্র কী ভাবে নিশ্চিত হচ্ছে এ ব্যাপারে, এই প্রশ্নের সরাসরি কোনও উত্তর না দিয়ে দায় নাগরিকদের ওপর-ও ছেড়ে দিয়েছেন তিনি। তিনি বলেন, অসামরিক ব্যক্তিরা আইন মেনে চললে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে।