Last Updated on March 21, 2023 11:42 PM by Khabar365Din
৩৬৫দিন। ভূমিকম্পে কেঁপে উঠলো দেশের রাজধানী । রিখটার স্কেলে ভূমিকম্পণের মাত্রা ছিল ৪.৭। মঙ্গলবার রাতে দিল্লির নয়ডা এলাকায় ভূমিকম্পের জেরে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। ভূমিকম্পনের স্থায়িত্ব ছিল ৩০ সেকেন্ড। আতঙ্কিত হয়ে পড়ে সকলেই তাড়াহুড়ো করে বাড়ি ছেড়ে রাস্তায় চলে আসে।ভূমিকম্পে এপি সেন্টার ছিল আফগানিস্তানের হিন্দু-কুস অঞ্চল। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানের হিন্দু-কুশ অঞ্চলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭। ভূমিকম্পের উৎস স্থল ভূপৃষ্ঠ থেকে ১৮৪ কিলোমিটার ভিতরে। যার প্রভাব পড়েছে পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ সহ ভারতের রাজধানী দিল্লিতেও। যদিও এই ভূমিকম্পের ফলে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।