Last Updated on July 14, 2022 10:53 PM by Khabar365Din
৩৬৫ দিন। এবার ১৮ উর্দ্ধেও বিনামূল্যে বুস্টার ডোজ। আগামী ১৫ জুলাই থেকে ৭৫ দিন পর্যন্ত, বিনামূল্যে এই সুবিধা পাওয়া যাবে। সরকারি কেন্দ্র থেকে চলবে এই বিশেষ ড্রাইভ। বুধবার একথা জানিয়েছে কেন্দ্র।
বুস্টার ডোজ নিয়ে মানুষের মধ্যে বারংবার অনীহা প্রকাশ পেয়েছে। সংবাদ সংস্থা পিটিআই এর তথ্য অনুযায়ী, ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে বুস্টার ডোজ নেওয়ার উপযুক্ত প্রায় ৭৭ কোটি মানুষ। কিন্তু, টিকা নিয়েছেন ১ শতাংশেরও কম মানুষ। একইভাবে ৬০ উর্দ্ধ, স্বাস্থ্যকর্মী, প্রথম সারির করোনা যোদ্ধা মিলিয়ে মোট ১৬ কোটি মানুষ বুস্টার ডোজ নেওয়ার সময় পেরিয়েছে। টিকা নিয়েছে ২৬ শতাংশ।
এই প্রসঙ্গে এক সরকারি আধিকারিক জানান, দেশের একটা বড় অংশের মানুষ ৯ মাস আগে দ্বিতীয় ডোজ নিয়েছে। আইসিএমআর গবেষণা এবং অন্যান্য আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র জানাচ্ছে, প্রাইমারি টিকা নেওয়া কিংবা দুটি ডোজ নেওয়ার ৬ মাস পর থেকেই অ্যান্টিবডি ক্ষয় পেতে থাকে। সেক্ষেত্রে বুস্টার ডোজ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই এই ডোজ জরুরি।
সরকারি তথ্য অনুযায়ী, ৯৬ শতাংশ মানুষ নিয়েছেন প্রথম ডোজ। দুই ডোজ নিয়েছেন ৮৭ শতাংশ। চলতি বছরের ১০ এপ্রিল থেকে ১৮ উর্দ্ধে বুস্টার ডোজ দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র। গত বছর ১৬ জানুয়ারি থেকে শুরু হয় দেশজুড়ে টিকাকরণ প্রক্রিয়া।প্রসঙ্গত, গত সপ্তাহে দুই ডোজের মধ্যে ব্যবধান কমিয়েছে কেন্দ্র। ৯ মাসের পরিবর্তে ৬ মাসেই মিলবে বুস্টার ডোজ। ১৮ উর্দ্ধে সকলের জন্যেই এই নিয়ম প্রযোজ্য থাকছে। এখন ৬ মাস অর্থাৎ, ২৬ সপ্তাহেই নেওয়া যাবে বুস্টার ডোজ।
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানান, ১৮ থেকে ৫৯ বছর বয়সী সকলেই দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ মাস পর বেসরকারি টিকা কেন্দ্র থেকে নিতে পারবেন বুস্টার ডোজ। এদিকে, সংক্রমণ বাড়তেই আরও একবার কড়া ভূমিকায় রাজ্যের স্বাস্থ্য দফতর। জারি হয়েছে নতুন নির্দেশিকা। নির্দেশিকা অনুযায়ী, মাস্ক পরা বাধ্যতামূলক৷ স্যানিটাইজার ব্যবহার করা এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। উপসর্গহীন এবং ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরাই কোন জনসমাগমে হাজির হতে পারবেন।