Nitin Desai: ঋণ প্রদানকারী সংস্থার প্রবল চাপে শিল্প নির্দেশক নীতিন দেশাই আত্মঘাতী, ৫ জনের বিরুদ্ধে এফআইআর নীতীনের স্ত্রীর

0

Last Updated on August 6, 2023 8:32 PM by Khabar365Din

করোনার কারণে শিল্পী যথাযথ সময়ে ঋণের কিস্তি দিতে পারছিলেন না এডেলওয়াইস টেলিফোনে ও গুন্ডা পাঠিয়ে হুমকি দিয়ে শিল্পীকে মানসিকভাবে নির্যাতন করে

পুলিশ জানায় এডেলওয়েসের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে

বলিউডের বিখ্যাত শিল্প নির্দেশক নীতিন দেশাইয়ের অস্বাভাবিক আত্মহত্যার পর তার স্ত্রী নেহা দেশাই নীতিন দেশাইকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে মহারাষ্ট্রের রায়গড়ের পুলিশ স্টেশনে এডেলওয়েস অ্যাসেট রিকনস্ট্রাকশন এবং ইসিএল ফাইন্যান্স কোম্পানির পাঁচজন পদাধিকারীর বিরুদ্ধে এফ.আই.আর. দায়ের করলেন। নীতিন দেশাইয়ের স্ত্রী নেহা দেশাইয়ের এই লিখিত অভিযোগের মধ্যে এডেলওয়েস কোম্পানির চেয়ারম্যান রাশেশ শাহ, কেউর মেহতা, আর.কে. বনশল, স্মিত শাহ এবং জিতেন্দর কোঠারির নাম রয়েছে। ভারতীয় দন্ডবিধির ৩০৬ নম্বর (আত্মহত্যায়ে প্ররোচিত করা) এবং ৩৪ নম্বর ধারায়(স্বাভাবিক অভিপ্রায়) ওই দুটি ফাইনান্স কোম্পানি এবং তাদের পদাধিকারীদের বিরুদ্ধে মহারাষ্ট্রের রায়গড়ের খালাপুর পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে। সদ্য প্রয়াত প্রখ্যাত শিল্প নির্দেশক নীতিন দেশাইয়ের স্ত্রী নেহা তার লিখিত অভিযোগে জানিয়েছেন, এই দুটি ফাইনান্স কোম্পানি এবং এই পাঁচজন পদাধিকারী তার স্বামী নীতিন দেশাইকে আর্থিক ঋণ আদায়ের জন্য মানসিকভাবে অত্যাচার করেছেন। ওই দুটি কোম্পানি এবং তাদের এই পদাধিকারীদের মানসিক অত্যাচারের জন্যই প্রখ্যাত শিল্প নির্দেশক নীতিন দেশাইকে গত বুধবার রায়গড় জেলার কারজাতে তার নিজের স্টুডিওর ভেতরে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে।

যতদূর জানা যাচ্ছে, শিল্পনির্দেশক নীতিন দেশাইয়ের কোম্পানি ‘এন ডি’স আর্টওয়ার্ল্ড প্রাইভেট লিমিটেড’ ২০১৬ এবং ২০১৮ সালে ১৮৫ কোটি টাকার দুটি ঋণ ইসিএল ফাইন্যান্স কোম্পানি থেকে নিয়েছিল। এরপর ২০২০ সালের জানুয়ারি মাস থেকে এই ঋণ শোধ করার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। ইসিএল কোম্পানি হল এডেলওয়েস গোষ্ঠীর একটি নন- ব্যাংকিং ফাইন্যান্স শাখা। গত ২ অগাস্ট, বুধবার সকালে মুম্বাইয়ের অদূরে রায়গড় জেলার কারজাতে এনডি স্টুডিওয় শিল্প নির্দেশক নীতিন দেশাইয়ের মৃত্যুর পরেই রায়গর জেলার পুলিশ অফিসারেরা যখন এই ঘটনার তদন্তে আসেন, সেই সময় তারা প্রয়াত নীতিন দেশাইয়ের রেকর্ডেড সুইসাইড মেসেজ উদ্ধার করেন। সেই রেকর্ডেড মেসেজে নীতিন দেশাই আর্থিক ঋণের ব্যাপারে তাকে মানসিকভাবে অত্যাচার করা চারজনের নাম সুস্পষ্ট ভাবে বলে গিয়েছেন।

এই চারজনের নাম নীতিন দেশাইয়ের মোবাইল ফোনেও সেভ করা ছিল। নীতিন দেশাইয়ের এই রেকর্ডেড সুইসাইড মেসেজের ভিত্তিতে রায়গর জেলার পুলিশ এবং রায়গর পুলিশের ফরেনসিক টিম খোঁজখবর শুরু করেন। গত ২ অগাস্ট, শিল্পনির্দেশক নীতিন দেশাইয়ের আত্মহত্যার ঘটনার পর সারা দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে জানা যায়, প্রয়াত এই শিল্পনির্দেশক মোট আড়াইশো কোটি টাকার ঋণে জড়িয়ে পড়েছিলেন। এরমধ্যে ২০১৬ সালে নীতিন দেশাই এবং তার স্ত্রী নেহা দেশাই ইসিএল কোম্পানি থেকে প্রাথমিকভাবে ১৫০ কোটি টাকা এবং ২০১৮ সালে ৩১ কোটি টাকা ঋণ নেন। এরপর ২০১৯ সাল থেকে ঋণের দেয় কিস্তির টাকা দিতে বিলম্বের কারণে পরিস্থিতি খারাপ হয়ে পড়ে। এরপর ২০২২ সালের জুন মাসে নীতিন দেশাইয়ের ঋণের পরিমাণ বেড়ে মোট ২৫২ কোটিতে গিয়ে পৌঁছয়।

শিল্পের নির্দেশক বীতিন দেশাই তার ২০ বছরের বর্ণময় কর্ম জীবনে ‘হাম দিল দে চুকে সনম’, ‘লগান’, ‘যোধা আকবর’, ‘দেবদাস’, কৌন বনেগা ক্রোড়পতি’-র মত আরও বহু উল্লেখযোগ্য ও পুরস্কার প্রাপ্ত সিনেমা, রিয়েলিটি শো, টিভি সিরিয়ালের শিল্প নির্দেশনা, প্রযোজনা ও পরিচালনার কাজ করেছেন। প্রয়াত শিল্প নির্দেশক নীতিন দেশাইয়ের মরদেহ ময়না তদন্তের পর ৪ আগস্ট এনডি স্টুডিওতেই দাহ করা হয়। ৪ আগস্ট তার অন্ত্যেষ্টির দিন কারজাতের এনডি স্টুডিওতে হাজির ছিলেন আমির খান, সঞ্জয় লীলা বনশালি, আশুতোষ গোয়ারিকর, মধুর ভান্ডারকর, সোনালি কুলকার্নিদের মত বলিউডের সেলিব্রেটিরা।