মমতার সঙ্গে করুণানিধি কন্যার সাক্ষাৎ,স্ট্যালিনের বার্তা দিদির সঙ্গে আছি

0

Last Updated on July 29, 2021 11:10 PM by Khabar365Din

নয়াদিল্লি থেকে রিপোর্ট : সৌগত মন্ডল


৩৬৫দিন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পরে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক সেরে এবার মমতা নজর দিলেন দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতের সবচেয়ে বড় এবং শক্তিশালী ভাজপা বিরোধী আঞ্চলিক রাজনৈতিক দল হিসেবে ইতিমধ্যেই সর্বজন স্বীকৃত এমকে স্ট্যালিনের ডিএমকে। মমতার দিল্লি সফরের চতুর্থ দিনে বোন কানিমোজিকে মমতার কাছে পাঠিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বার্তা দিলেন আগামী লোকসভা নির্বাচনের আগে সর্বভারতীয় স্তরে ভাজপা বিরোধী জোট গড়ে তুলতে মমতা যে উদ্যোগ নিয়েছেন তার প্রতি সম্পূর্ণ সমর্থন এবং আস্থা রয়েছে তাঁর। প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনের আগে ও দক্ষিণ ভারতের পাশাপাশি সর্বভারতীয় স্তরে ভাজপা বিরোধী জোট গড়ার জন্য যে পরিকল্পনা মমতা করেছিলেন তাতে সঙ্গে ছিলেন করুণানিধি পুত্র স্ট্যালিন। শুধু তাই নয় করুণানিধির মৃত্যুর পরে তাঁর মূর্তি উন্মোচন এর জন্য স্ট্যালিন ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন মমতাকে। মমতা নিজেও স্ট্যালিনের আমন্ত্রণ রক্ষা করতে চেন্নাই গিয়ে বিপুল সাড়া পেয়েছিলেন ভাজপা বিরোধী মুখ হিসেবে।

মমতার কাছে জাভেদ শাবানা

সর্বভারতীয় ক্ষেত্রে নরেন্দ্র মোদী এবং তার দল ভাজপা কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সময়ে দেশে অসহিষ্ণুতার বাতাবরণ তৈরি হয়েছে বলে প্রকাশ্যে সমালোচনা করেছেন জাভেদ আখতার এবং শাবানা আজমি। মমতা আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে মোদি বিরোধী যে জোট তৈরি করার উদ্যোগ নিয়েছেন তার প্রতি নিজেদের সমর্থন জানাতে আজ সাউথের ভবনে মমতার সঙ্গে দেখা করতে এলেন শাবানা এবং জাভেদ আখতার।
জাভেদ আখতার বলেন, মমতার কাছে আমরা কৃতজ্ঞ। সকলের কথা বলতে পারব না, তবে আমার মনে হয় পরিবর্তন আসা খুব জরুরি। আজকাল দেশে বিভিন্ন বিষয়ে হিংসা দেখা যায়, অস্থিরতা দেখতে পাওয়া যায়, ভেদাভেদের বাতাবরণ এগুলি কোনওটাই উচিত নয়। দিল্লিতেই যদি এরকম ঘটনা হয়, তাহলে কী বলার থাকে! দেশে নিশ্চয়ই পরিবর্তন আসবে। কে নেতৃত্ব দেবে, তা একেবারেই মুখ্য নয়, তা গৌণ। আমাদের ভারতে কেমন গণতন্ত্র, কেমন পরম্পরা হবে, দেশের কীভাবে উন্নতি হবে সেটাই এখন মুখ্য।
জাভেদ আখতারের কাছে জানতে চাওয়া হয় যে জাতীয় স্তরেও কী বাংলার খেলা হবে স্লোগান প্রাসঙ্গিক? জবাবে পালটা প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, এখনও এটা নিয়ে কোনও সন্দেহ আছে? পাশ থেকে মমতা জাভেদ আখতারকে অনুরোধ করেন, খেলা হবে নিয়ে আপনাকে একটা গান তৈরি করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here