Last Updated on October 18, 2021 11:42 PM by Khabar365Din
৩৬৫ দিন। দিল্লিতে ভরা এজলাসে গুলি-পাল্টা গুলিতে প্রাণ গিয়েছিল ‘গ্যাংস্টার’ জিতেন্দর গোগী সহ দুই দুষ্কৃতীর। একমাসের মধ্যে ফের আদালত চত্ত্বরে চলল গুলি। এবার ঘটনাস্থল যোগী রাজ্য উত্তরপ্রদেশের শাহজাহানপুর। দুষ্কৃতীদের গুলিতে খতম এক আইনজীবী। প্রশ্নের মুখে ভাজপা শাসিত উত্তরপ্রদেশের নিরাপত্তা ব্যবস্থা। তদন্তে নেমে পুলিশ নিহত আইনজীবীর এক বন্ধুকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করেছে ওই ব্যক্তি। পুরনো একটি জমি বিবাদকে কেন্দ্র করে এই খুন বলে দাবি তদন্তকারীদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত আইনজীবীর নাম ভূপেন্দ্র সিং। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে আচমকা কোর্ট চত্ত্বরে গুলির শব্দ শোনা যায়।
ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন রক্তাক্ত অবস্থায় এক আইনজীবী পড়ে রয়েছেন। পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শাহজাহানপুরের এসপি এস আনন্দ জানিয়েছেন, আদালত চত্ত্বরে এক আইনজীবীর দেহ পাওয়া গিয়েছে। কে বা কারা গুলি চালিয়েছে জানা যায়নি। ঘটনাস্থল থেকে কাউকে পালাতে দেখা যায়নি। ফরেন্সিক টিম নমুনা সংগ্রহ করছে। কী কারণে খুন খতিয়ে দেখা হচ্ছে। যদিও প্রশ্ন উঠছে আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। আদালতের ভেতর এবং বাইরে পুলিশ থাকার কথা তা সত্ত্বেও কী ভাবে একজন আইনজীবীকে গুলি করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। কোথায় ছিলেন কর্তব্যরত পুলিশকর্মীরা। সপা-র অভিযোগ, ভাজপা শাসিত রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। দিল্লি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রের হাতে সেখানে এজলাসে এনকাউন্টার হল। আর এবার উত্তরপ্রদেশে আদালতে ঢুকে আইনজীবী কে খুন করা হল।