মোদিভক্ত অক্ষয়ের দ্বিচারিতা, এখন পেট্রোল ১০৫ টাকা মুখে কুলুপ

0

Last Updated on October 13, 2021 11:24 PM by Khabar365Din

৩৬৫ দিন। যখন দেখলাম সোশ্যাল মিডিয়ায় ৬২ টাকা ট্রেন্ডিং তখন ভেবেছিলাম হয়তো পেট্রোলের দাম কমেছে নাহলে ৬২ কোটির কোনও দুর্নীতি।
আমার মনে হয় আমাদের সবার সাইকেল ধোয়ামোছা করে রাস্তায় নামার সময় এসেছে। সূত্র বলছে আবারো পেট্রোলের দাম বাড়তে পারে। রাতেও বাড়ি থেকে বেরোতে পারিনি, কারণ আবার হু হু করে দাম বাড়ার আগে গোটা মুম্বই পেট্রোল পাম্পে লাইন দিয়েছে- ২০১২ সালে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে ঠিক এইভাবে টুইট করে মনমোহন সিংয়ের কংগ্রেস সরকার কে নিশানা করেছিলেন অক্ষয় কুমার।

যদিও সেইসময় পেট্রোলের দাম ছিল ৬২ টাকা। তাতেই ক্ষোভে ফেটে পড়েছিলেন মোদি ভক্ত অক্ষয়। কিন্তু আজ মোদির জমানায় পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়ে ১০৫ টাকা লিটার হয়েছে। তারপরেও সোশ্যাল মিডিয়ায় পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে একটি বাক্য খরচ করতে দেখা যায়নি তাকে।এখন অক্ষয় কুমার চুপ কেন? কোথায় গেল তাঁর প্রতিবাদ?

নাকি ভয়ে মুখে কুলুপ এঁটেছেন? কিসের ভয়? অনেকেই বলছেন, ইডি, সিবিআইয়ের জুজু কারণেই বলিউডের অন্যতম মোদী ভক্ত এখন চুপ। অক্ষয় কুমার জানতেন, সেইসময় পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি হোক কিংবা অন্য যেকোনো বিষয়ে নিয়ে মনমোহনের সরকারকে টার্গেট করলেও তার পাল্টা কোনো আঁচ আসবে না।কিন্তু মোদি সরকারের বিরুদ্ধাচরণ করে টুইট করা মানেই তাকে পাল্টা প্রতিহিংসার মুখে পড়তে হবে।যখন-তখন ইডি,সিবিআইএর তল্লাশিও চলবে। অনেকে বলছেন আসলে ব্যাপারটা হলো নরম মাটিতে আঁচড় কাটা যায় কিন্তু মাটি শক্ত হলে সেখানে আঁচড় কাটা মুশকিল তা যতই জনবিরোধী নীতি হোক কিংবা জনস্বার্থবিরোধী পদক্ষেপ হোক ভয়ে মুখ খোলা যায় না আর অক্ষয় কুমার তো এক প্রকার অন্ধ মোদী ভক্ত মোদির সঙ্গে তার সখ্যতা ছবি ভিডিও খবর বারবার প্রকাশ্যে এসেছে তাই তিনি ইডি সিবিআই সবকিছু তুচ্ছ করে তার অতি প্রিয় মোদীজির বিরুদ্ধে মুখ খুলবেন কিংবা আচমকা তার বিবেক জাগ্রত হয়ে উঠবে বা তিনি অন্তরাত্মার ডাক শুনবেন এমন আশা করাটাই অন‍্যায়। সুতরাং তেলের দাম বাড়ছে বলে অক্ষয় বিদ্রোহ করছেন এসব কষ্টকল্পনা উনিও জানেন বেগড়বাই করলে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স সব তৈরি আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here