Last Updated on June 9, 2022 7:05 PM by Khabar365Din
৩৬৫ দিন। ‘জঙ্গি’ (Terrorist) সন্দেহে এবার তিন জন ফকিরকে শারীরিক নিগ্রহ ! ঘটনাস্থল ফের উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। প্রায় প্রতিদিন ভাজপা শাসিত উত্তরপ্রদেশের কোথাও না কোথাও ধর্মীয় অসহিষ্ণুতার ঘটনা ঘটছে। উত্তরপ্রদেশ পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলছে রাজ্যের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি। তাদের অভিযোগ, পরিকল্পনামাফিক সাম্প্রদায়িক অশান্তি ছড়াচ্ছে ভাজপা (BJP)। বুধবার একটি ভিডিও সামনে আসে। সেখানে দেখা যায় দেগুরের গোন্দা এলাকায় তিন জন ফকির একটি গ্রামে ভিক্ষা চাইতে যাচ্ছে আর তাদের পিছনে ধাওয়া করছে কয়েকজন লোক। তাদের পথ আটকে আধার কার্ড দেখতে চাইছে তারা। আধার কার্ড দেখাতে না পারায় তাদের ‘জঙ্গি’ ঘোষণা করে গ্রাম থেকে বের করে দেওয়া হচ্ছে।
কেউ কেউ আবার বলছে, ‘ জঙ্গি, আমাদের টাকার বিরিয়ানি খেয়ে আমাদের-ই খুন করবি !’ এই ভিডিও সামনে আসতে রীতিমত চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় সমালোচনায় সরব হয় বিভিন্ন মহল। যদিও উত্তরপ্রদেশ সরকারের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনার কোনো অভিযোগ দায়ের হয়নি যে ভিডিও সামনে এসেছে তার সত্যতা খতিয়ে দেখা হচ্ছে যদি দেখা যায় ঘটনার সত্যতা রয়েছে তাহলে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। যদিও ওয়াকিবহাল মহলের মতে গত মাস খানেক ধরে যেভাবে মন্দির-মসজিদ ইস্যু তৈরি করে ভাজপা এবং বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের তরফে উস্কানি দেয়া হচ্ছিল এই সবই হলো তারই ফলশ্রুতি সমাজের মধ্যে ধর্মের নিরিখে বিভেদ তৈরি চেষ্টা চলছে ভোট রাজনীতির সুবিধা নিতে এটাই ভাজপার রণকৌশল যতদিন যাবে এই ধরনের ঘটনা আরো বাড়তে থাকবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো একের পর এক ঘটনা ঘটছে অথচ কার্যত নীরব দর্শকের ভূমিকায় দিয়েছেন যোগী সরকারের পুলিশ। সংখ্যালঘুদের অভিযোগ তারা আক্রান্ত হচ্ছেন অথচ তাদের নামে পুলিশে অভিযোগ দায়ের হচ্ছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে পক্ষপাতমূলক আচরণ করছে পুলিশ প্রশাসন।