Puri Temple: পুরীর জগন্নাথ মন্দিরে পদপিষ্টের আতঙ্ক, অসুস্থ অনেকে

0

Last Updated on March 15, 2023 10:14 PM by Khabar365Din

৩৬৫ দিন। মাসখানেকের মধ‍্যে পুরীর জগন্নাথ মন্দিরে ফিরল পদপিষ্টের আতঙ্ক। আচমকা প্রবল ভিড়ে অসুস্থ অনেকে। কোনও ক্রমে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। হুড়োহুড়ির নেপথ‍্যে রয়েছে গুজব, আশঙ্কা ওড়িশা পুলিশের শীর্ষ আধিকারিকদের। সূত্রের খবর, বুধবার আচমকাই ভোরে জগন্নাথ মন্দির খোলার সঙ্গে সঙ্গে থিক থিকে ভিড় হতে শুরু করে। দ্রুত সেই ভিড় মন্দিরের ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের আয়ত্তের বাইরে চলে যায়। আর এর পরেই শুরু হয় হুড়োহুড়ি। ভিড়ের চাপে অনেকে অসুস্থ হয়ে পড়েন। পদপিষ্টের মত পরিস্থিতি তৈরী হলে মন্দিরের পূর্ব এবং পশ্চিম দু দিকের গেট খুলে ভিড় সামলানোর চেষ্টা হয়। শেষ পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী গিয়ে ভিড় নিয়ন্ত্রন করে।

গোটা ঘটনার জন‍্য মন্দির কর্তৃপক্ষ এবং পুলিশকে দায়ী করছেন ভক্তদের একাংশ। তাদের অভিযোগ, ফাল্গুন সংক্রান্তি উপলক্ষে প্রতি বছর-ই এই সময় প্রচুর ভক্ত সমাগম হয় তবু সব জেনে শুনেও কোনও ব‍্যবস্থা নেওয়া হয়নি। উল্টে যখন মন্দিরে ঢোকার জন‍্যেই হুড়োহুড়ি চলছে তখন কর্তব‍্যরত পুলিশকর্মীরা পরিস্থিতি সামাল দেবার বদলে নিজেদের মধ‍্যে হাসি ঠাট্টা করছিলেন। যদিও পুরীর পুলিশ সুপার কে ভি সিংহ অবশ্য বলেছেন, ‘‘গুজবে কান দেবেন না। ভিড়ের চাপে কয়েক জন পড়ে গিয়েছিলেন। তার মধ্যে একজন মহিলা ভক্ত জখম হন। তা নিয়েই অযথা হইচই করা হচ্ছে। পুলিশ ওই মহিলাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে। তিনি সম্পূর্ণ সুস্থ। তাঁকে হাসপাতালেও নিয়ে যেতে হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here