হাইকোর্টে জনস্বার্থ মামলা, বাংলার ট্যাবলো বাতিল কেন?

0

Last Updated on January 20, 2022 11:17 PM by Khabar365Din

৩৬৫ দিন। দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subash Chandra Bose)এবং বাংলার স্বাধীনতা সংগ্রামীদের ছবি সম্বলিত ট্যাবলো (Tableau) কেন বাতিল করা হলো তা নিয়ে কেন্দ্রীয় সরকারের জবাবদিহি চেয়ে হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা (PIL)। আগামী সোমবার রয়েছে মামলার শুনানি। ফলে নেতাজির ট্যাবলো বিতর্কের আঁচ এবার সরাসরি পড়ল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।

আজ জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মামলা দায়ের করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। তাঁর প্রশ্ন, প্রজাতন্ত্র দিবসে কেন বাদ রাখা হল বাংলার সরকারের পাঠানো নেতাজির ট্যাবলো? রাজ্যের গড়া ট্যাবলো কোন যুক্তিতে বাদ দিল কেন্দ্র? রাজ্যের তৈরি নেতাজির ট্যাবলো অনুষ্ঠানের আগেই অন্তর্ভুক্তির দাবি তুলেছেন মামলাকারী। আগামী সপ্তাহে ট্যাবলো শুনানির সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here