Last Updated on October 22, 2020 10:25 PM by Khabar365Din
৩৬৫ দিন। পুরােটাই গিমিক। বিজেপির মহিলা মাের্চা ও সাংস্কৃতিক সেলের পুজো উদ্বোধনে সেই গিমিকের ওপরেই ভরসা রাখতে হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে। করােনা আবহের মধ্যেও রাজনৈতিক প্রচার থেকে বিরত থাকলেন না নরেন্দ্র মােদি। বক্তব্যে একে একে উঠে এল, অনুকূলচন্দ্র ঠাকুর, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, বাবা লােকনাথ থেকে উম-সুচিত্রা প্রসঙ্গ। বাংলার সেন্টিমেন্ট উস্কে দিলেও বাংলার মূল স্পিরিট ধরতে পারলেন না। মােদি বললেন, মনে হচ্ছে, দিল্লি নয়, বাংলাতেই আছি। বাংলার মানুষ চিরকাল দেশকে উন্নতির দিশা দিয়েছে। মা দুর্গাকে ঘরের মেয়ে উমা রূপে আদর করা হয় বাংলায়, সেটাই ভারতীয় সমাজের আধার। দেশের শ্রমিক ও কৃষকরা আত্মনির্ভর হলেই মা অন্নপূর্ণার কাছে খআমার সন্তান যেন থাকে দুধে-ভাতেখ-এই প্রার্থনা পূর্ণ হবে। রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জলণ-এর দুণকলিও পাঠ করেন। বাংলাই দেশকে দিশা দেখিয়েছে খমায়ের দেওয়া মােটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। তিনি বলেন, আমরা যেন এভাবেই মায়ের ও দেশের সেবা করে যেতে পারি। শেষে তিনি উচ্চারণের ত্রুটির জন্য মার্জনা প্রার্থনাও করে নেন।